সপ্তম শ্রেণি - বাংলা ১ম পত্র | কুলি–মজুর : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

কুলি–মজুর

১. কাজী নজরুল ইসলামের মতে কোনটিতে দেশ ছেয়ে গেল?

ক. মোটরে খ. জাহাজে

গ. কলে ঘ. রেলগাড়িতে

২. মোটরগাড়ি কোথায় চলে?

ক. আকাশপথে খ. নদীপথে

গ. রাজপথে ঘ. গলিপথে

৩. বাষ্প শকট মানে কী?

ক. ট্রাক খ. উড়োজাহাজ

গ. রেলগাড়ি ঘ. জাহাজ

৪. প্রাচীন ভারতীয় পৌরাণিক কাহিনিতে কার কথা বর্ণনা আছে?

ক. বাবু সাহেব খ. দধীচি

গ. কুলি-মজুর ঘ. শাসকের

৫. ‘দধীচি’ কে ছিলেন?

ক. শ্রমিক খ. ত্যাগী মুনি

গ. ধনী ব্যক্তি ঘ. দেবতা

৬. শ্রমজীবীদের শোষণ করে কারা ধনসম্পদের মালিক হয়েছেন?

ক. আইনজীবীরা খ. জমিদাররা

গ. মধ্যবিত্ত ঘ. ধনিক শ্রেণি

৭. সমাজের কোন শ্রেণির মানুষেরা বঞ্চিত?

ক. মধ্যবিত্তরা খ. কুলি-মজুর

গ. জমিদার ঘ. ধনিক শ্রেণি

৮. শ্রমজীবী মানুষেরা কী গড়ে তুলেছে?

ক. শ্রমিক সংগঠন

খ. মানবসভ্যতা

গ. নতুন নতুন সমাজ

ঘ. বড় বড় দালান

৯. কাদের শ্রমঘামে মোটর, জাহাজ, রেলগাড়ি চলছে?

ক. শ্রমজীবীদের খ. কৃষিজীবীদের

গ. বাঙালিদের ঘ. মুক্তিযোদ্ধাদের

১০. কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়েছে কেন?

ক. সত্য ও ন্যায়ের বিরোধিতা করার জন্য

খ. ভাষা আন্দোলন করার জন্য

গ. স্বাধীনতাযুদ্ধে অংশ নেওয়ার জন্য

ঘ. অন্যায়, অবিচার ও অত্যাচারের বিরোধিতা করার জন্য

সঠিক উত্তর

কুলি–মজুর: ১.গ ২.গ ৩.গ ৪.খ ৫.খ ৬.ঘ ৭.খ ৮.খ ৯.ক ১০.ঘ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা