পৌরনীতি ও সুশাসন ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১১. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল কোনটি?

ক. ব্রিটিশ শাসনকে প্রত্যাখ্যান করা

খ. বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা

গ. সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা

ঘ. স্বদেশি আন্দোলন জোরদার করা

১২. বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?

ক. ১৯০৫ সালে খ. ১৯০৬ সালে

গ. ১৯১১ সালে ঘ. ১৯১২ সালে

১৩. কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?

ক. লর্ড কার্জন

খ. লর্ড ডালহৌসি

গ. লর্ড মাউন্টব্যাটেন

ঘ. লর্ড ওয়ারেন হেস্টিংস

১৪. ব্রিটিশদের ‘ভাগ কর ও শাসন কর’ নীতির উদ্দেশ্য কী ছিল?

ক. হিন্দুদের স্বার্থ রক্ষা করা

খ. মুসলমানদের স্বার্থ রক্ষা করা

গ. হিন্দু-মুসলমান সম্পর্কের উন্নতি করা

ঘ. ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা

১৫. ‘সর্বভারতীয় মুসলিম লীগ’ গঠিত হয় কবে?

ক. ১৯০০ সালে খ. ১৯০২ সালে

গ. ১৯০৪ সালে ঘ. ১৯০৬ সালে

১৬. কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?

ক. নবাব স্যার সলিমুল্লাহ

খ. লর্ড কার্জন

গ. নবাব আবদুল লতিফ

ঘ. নবাব ভিখারুল মুলক

১৭. ১৯৩৫ সালের ভারত শাসন আইনে নতুন কয়টি প্রদেশ সৃষ্টি হয়?

ক. ১টি খ. ২টি

গ. ৩টি ঘ. ৪টি

১৮. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য কোনটি?

ক. যুক্তরাষ্ট্রীয় সরকার

খ. ভারত সচিবের পদ সৃষ্টি

গ. পৃথক নির্বাচনব্যবস্থা

ঘ. প্রদেশে দ্বৈত শাসন

১৯. বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?

ক. রবার্ট ক্লাইভ খ. ওয়ারেন হেস্টিংস

গ. লর্ড কার্জন ঘ. উইলিয়াম বেন্টিঙ্ক

২০. ১৯৩৭ সালে প্রাদেশিক নির্বাচনের পর অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন কে?

ক. খাজা নাজিমুদ্দিন খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

গ. স্যার সৈয়দ আহমদ ঘ. এ কে ফজলুল হক

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১.খ ১২.গ ১৩.ক ১৪.ঘ ১৫.ঘ ১৬.ঘ ১৭.খ ১৮.ক ১৯.গ ২০.ঘ

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা