খালি জায়গায় শব্দ বসিয়ে বাক্য তৈরি করো : ফেব্রুয়ারির গান | বাংলা - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

ফেব্রুয়ারির গান

নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।

সমুদ্দুর, মুগ্ধ, বাহার, প্রতিধ্বনি, মনভোলানো, স্রোতস্বিনীতে

ক. বাংলার সৌন্দর্য দেখে আমি ___।

খ. গ্রীষ্মকালে ফলের ___ দেখা যায়।

গ. সাত ___ তেরো নদী পার হওয়া চাট্টিখানি ব্যাপার না।

ঘ. ___ ভেসে চলেছে পালতোলা নৌকা।

ঙ. রংধনুর ___ রঙে আকাশ রঙিন হয়েছে।

চ. সকল মানুষের কণ্ঠে একই ___ ।

আরও পড়ুন

উত্তর

ক. বাংলার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ।

খ. গ্রীষ্মকালে ফলের বাহার দেখা যায়।

গ. সাত সমুদ্দুর তেরো নদী পার হওয়া চাট্টিখানি ব্যাপার না।

ঘ. স্রোতস্বিনীতে ভেসে চলেছে পালতোলা নৌকা।

ঙ. রংধনুর মনভোলানো রঙে আকাশ রঙিন হয়েছে।

চ. সকল মানুষের কণ্ঠে একই প্রতিধ্বনি।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন