অধ্যায় ২
১৩১. আহ্নিক গতি কাকে বলে?
ক. পৃথিবীর দৈনিক গতিকে
খ. পৃথিবীর পরিক্রমণ গতিকে
গ. চন্দ্রকে
ঘ. সূর্যকে
১৩২. নেপচুনের উপগ্রহ কয়টি?
ক. ১২ খ. ১৪
গ. ১৭ ঘ. ১৮
১৩৩. বুধ গ্রহে কত দিনে এক বছর হয়?
ক. ৮৮ দিনে খ. ২২৫ দিনে
গ. ৩৬৫ দিনে ঘ. ৬৮৭ দিনে
১৩৪. ঋতু পরিবর্তন হয় কিসের প্রভাবে?
ক. আহ্নিক গতি
খ. নিরক্ষরেখা
গ. বার্ষিক গতি
ঘ. ঊর্ধ্বগতি
১৩৫. লঘু সপ্তর্ষি, কালপুরুষ এগুলো কী?
ক. নক্ষত্রমণ্ডলী খ. গ্যালাক্সি
গ. নীহারিকা ঘ. ছায়াপথ
১৩৬. সূর্যের চারদিকে ঘুরতে মঙ্গল গ্রহের কত দিন সময় লাগে?
ক. ৫৮৭ দিন খ. ৬৮৭ দিন
গ. ৬৯৮ দিন ঘ. ৭৭৮ দিন
১৩৭. ‘Orion’ শব্দের বাংলা অর্থ কী?
ক. ক্যাসিওপিয়া খ. কালপুরুষ
গ. লঘু সপ্তর্ষি ঘ. এরিডানাস
১৩৮. কোনটি পৃথিবীর আহ্নিক গতির ফল?
ক. দিবা-রাত্রির হ্রাস-বৃদ্ধি
খ. দিবা–রাত্রি সংগঠন
গ. ঋতু পরিবর্তন
ঘ. সৌরবছর
১৩৯. যেভাবে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়—
i. সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে
ii. বিষুব লম্বের সাহায্যে
iii. ধ্রুবতারার সাহায্যে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪০. সবচেয়ে বড় উপগ্রহ কোনটি?
ক. টাইটান খ. চাঁদ
গ. ডিমোস ঘ. ফোবোস
সঠিক উত্তর
অধ্যায় ২: ১৩১.ক ১৩২.খ ১৩৩.ক ১৩৪.গ ১৩৫.ক ১৩৬.খ ১৩৭.খ ১৩৮.খ ১৩৯.খ ১৪০.ক
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা