আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড - ২০২২ (সমস্যা ৪ এর সমাধান)

প্রিয় গণিত ইশকুলের বন্ধুরা, আশাকরি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি এবছর নরওয়ের অসলোতে ৬৩ তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের একমাত্র জ্যামিতি সমস্যা নিয়ে। তাহলে চলো শুরু করা যাক

প্রশ্ন:

ABCDE এমন একটি পঞ্চভুজ যেন BC = DE। মনে করি ABCDE এর ভিতর এমন একটি বিন্দু T আছে যেন TB = TD, TC = TE এবং ∠ABT = ∠TEA। AB রেখাটি CD ও CT রেখাকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে। মনে করি P, B, A, Q বিন্দুগুলো এ রেখাতে এ ক্রমেই আছে। AE রেখাটি CD ও DT কে যথাক্রমে R ও S বিন্দুতে ছেদ করে। মনে করি R, E, A, S বিন্দুগুলো এ রেখাতে এ ক্রমেই আছে। প্রমাণ করতে হবে যে, P, S, Q, R বিন্দুগুলো একই বৃত্তের উপর আছে।

সমাধান:

মনে করি, DT ও CT রেখাগুলো AB ও AE কে যথাক্রমে K ও J বিন্দুতে ছেদ করে।

এখন, আমরা প্রমাণ করব S, K, J, Q একই বৃত্তের উপর আছে।

∆TBC ও ∆TDE হতে পাই,

BC = DE, TB = TD, TC = TE

সুতরাং, ∆TBC ≅ ∆TDE । তাহলে, ∠DET = ∠BCT, ∠TDE = ∠TBC

এখন, ∆DES হতে পাই,

∠ESD = 180˚ - ∠SDE - ∠DES

          = 180˚ - ∠TDE - ∠DET - ∠TES

          = 180˚- ∠TBC - ∠BCT - ∠QBT  [যেহেতু ∠ABT = ∠TEA ⇒ ∠QBT = ∠TES]

          =∠CQB  [∆CQB ত্রিভুজের কোণগুলো থেকে পাই]

সুতরাং, ∠ESD = ∠CQB

⇒ ∠JSK = ∠JQK

সুতরাং, S, K, J, Q একই বৃত্তের উপর আছে। এবার আমরা প্রমাণ করব KJ ও CD সমান্তরাল।

যেহেতু ∆TBC ≅ ∆TDE, তাই ∠ETD = ∠CTB

∴ ∠ETD + ∠DTC = ∠CTB + ∠DTC

⇒ ∠ETC = ∠DTB

⇒ 180˚ - ∠ETC = 180˚ - ∠DTB

⇒ ∠JTE = ∠BTK

এবং ∠TEJ = ∠KBT  [দেওয়া আছে]

∴ ∆TEJ ~ ∆TBK

তাহলে, TK/TJ = TB/TE

⇒ TK/TJ = TD/TC

এবং ∠DTC = ∠KTJ 

সুতরাং, ∆DTC ~ ∆KTJ

তাহলে, ∠CDT = ∠JKT

 ∴ KJ∥CD

এখন, যেহেতু S, K, J, Q একই বৃত্তে আছে, তাহলে Power of a Point উপপাদ্য প্রয়োগ করে পাই,

AS∙AJ = AQ∙AK

⇒ AK/AJ = AS/AQ

এবং যেহেতু KJ∥CD, তাহলে KJ∥PR

∴ AK/AP = AJ/AR

⇒ AK/AJ = AP/AR

⇒ AS/AQ = AP/AR

⇒ AS∙AR = AQ∙AP

সুতরাং, Power of a Point উপপাদ্য হতে আমরা বলতে পারি, P, S, Q, R একই বৃত্তের উপর আছে, যেটা আমরা প্রমাণ করতে চেয়েছিলাম।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন