নবম শ্রেণি - ফিন্যান্স ও ব্যাংকিং | অধ্যায় ১০ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১০

১১. ব্যাংক মক্কেলের প​ক্ষে বাট্টার মাধ্যমে কোন কাজ করে থাকে?

ক. দলিলপত্র সংরক্ষণ

খ. প্রত্যয়পত্র ইস্যু

গ. বিনিময় বিল ভাঙানো

ঘ. লকার ভাড়া

১২. ব্যাংক আমানতকারীদের যে হারে সুদ প্রদান করা হয়, তার থেকে অধিক হারে ঋণগ্রহীতাদের নিকট হতে সুদ আদায় করে। এ অতিরিক্ত সুদের হার ব্যাংকের কী হিসেবে বিবেচিত হয়?

ক. ঋণ-মঞ্জুরকৃত আয়

খ. কমিশন হিসেবে আয়

গ. কার্য পরিচালনাগত আয়

ঘ. শেয়ার ক্রয়-বিক্রয় মধ্যস্ততাকারী

হিসেবে আয়

১৩. অছি হিসেবে বাণিজ্যিক ব্যাংক কোন ধরনের কাজ করে?

ক. শেয়ার ক্রয় করে

খ. সিকিউরিটিজ বিক্রয় করে

গ. উত্তরাধিকারদের মধ্যে সম্পত্তি ভাগ

করে দেয়

ঘ. সম্পত্তি বিক্রয় করে দেয়

১৪. প্রত্যয়পত্র ইস্যু করে বাণিজ্যিক ব্যাংক কী আদায় করে?

ক. সার্ভিস চার্জ খ. কমিশন

গ. বিনিময় ঘ. সুদ

১৫. কীভাবে বাণিজ্যিক ব্যাংক অর্থ ও ঋণের সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে?

ক. ঋণের সংকোচন ও সম্প্রসারণের মাধ্যমে

খ. দীর্ঘমেয়াদে ঋণ প্রদানের মাধ্যমে

গ. ঋণনীতি অনুসরণের মাধ্যমে

ঘ. কৃষি ​ক্ষেত্রে ঋণ প্রদানের মাধ্যমে

১৬. বাণিজ্যিক ব্যাংক কী বেচাকেনার মাধ্যমে মধ্যস্থতাকারী হিসেবে আয় করে থাকে?

ক. বিনিময় বিল খ. পে-অর্ডার

গ. শেয়ার ঘ. ব্যাংক-ড্রাফট

১৭. বাণিজ্যিক ব্যাংকগুলোর তহবিলের উৎস কয়টি?

ক. ৩টি খ. ৪টি

গ. ২টি ঘ. ৫টি

১৮. বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠায় মালিকগণ মূলধন সরবরাহ করলে কোন ধরনের তহবিল উৎস হিসেবে বিবেচিত হবে?

ক. পরিশোধিত মূলধন

খ. সংর​ক্ষিত তহবিল

গ. আমানত

ঘ. ধার গ্রহণ

১৯. সংর​ক্ষিত তহবিল গঠিত হয় কীভাবে?

ক. ঋণপত্র বিক্র করে

খ. বিভিন্ন মেয়াদে আমানত নিয়ে

গ. কেন্দ্রীয় ব্যাংক থেকে তহবিল

সংগ্রহ করে

ঘ. অর্জিত মুনাফা থেকে

২০. প্রত্যয়পত্র কার অনুকূলে ইস্যু করা হয়?

ক. সরকার

খ. ব্যাংক

গ. আমদানিকারক

ঘ. রপ্তানিকারক

সঠিক উত্তর

অধ্যায় ১০: ১১.গ ১২.গ ১৩.গ ১৪.খ ১৫.ক ১৬.গ ১৭.খ ১৮.ক ১৯.ঘ ২০.ঘ

নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক, সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)