অষ্টম শ্রেণি – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

৫১. রুটকিটস কী?

ক. একধরনের নেটওয়ার্ক

খ. ইন্টারনেট ব্রাউজার

গ. একধরনের ম্যালওয়্যার

ঘ. হার্ডওয়্যার

৫২. এলক ক্লোনার কত সালে পৃথিবীতে ছড়িয়ে পড়ে?

ক. ১৯৮২ খ. ১৯৮৪

গ. ১৯৮৬ ঘ. ১৯৯০

৫৩. এলক ক্লোনার কী?

ক. কম্পিউটার ভাইরাস খ. মুক্ত ভাইরাস

গ. অ্যান্টিভাইরাস ঘ. উদ্ভিদ ভাইরাস

৫৪. ব্রেইন ভাইরাস কত সালে ছড়িয়ে পড়ে?

ক. ১৯৭০ খ. ১৯৭৩

গ. ১৯৮২ ঘ. ১৯৮৬

৫৫. কোন দেশের দুই ভাই ব্রেইন ভাইরাস তৈরি করেন?

ক. ভারত খ. যুক্তরাজ্য

গ. ইতালি ঘ. পাকিস্তান

৫৬. কিসের মাধ্যমে এলক ক্লোনার ছড়িয়ে পড়ে?

ক. পেনড্রাইভ খ. ফ্লপি ডিস্ক

গ. ডিভিডি ঘ. সিডি

৫৭. কোন ভাইরাসের মাধ্যমে ভাইরাসের বিধ্বংসী আচরণ প্রথম প্রকাশিত হয়?

ক. ব্রেইন খ. কিলগার

গ. এলক ক্লোনার ঘ. ক্রিপার

৫৮. কিলগার কোন ধরনের সফটওয়্যার?

ক. ক্ষতিকারক খ. মোবাইল

গ. অ্যান্টি ঘ. ল্যাপটপ

৫৯. বিশ্বের ক্ষতিকারক ভাইরাস ও ম্যালওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য—

i. ব্রেইন, ভিয়েনা, ডাপরোসি ওয়ার্ম

ii. পিংপং, মাইকেল অ্যাঞ্জেলো, সিআইএইচ

iii. কোড রেড ওয়ার্ম, নিমডা, জেরুজালেম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬০. ম্যালওয়্যার বৃদ্ধির প্রধান কারণ কী?

ক. ইন্টারনেটের ব্যবহার

খ. পেনড্রাইভের ব্যবহার

গ. মেমোরি কার্ডরিডারের ব্যবহার

ঘ. ডিভিডির ব্যবহার

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৫১.গ ৫২.ক ৫৩.ক ৫৪.ঘ ৫৫.ঘ ৫৬.খ ৫৭.ক ৫৮.ক ৫৯.ঘ ৬০.ক

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)