অধ্যায় ১
১. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে?
ক. ১৫০০ সালে খ. ১৬০০ সালে
গ. ১৭০০ সালে ঘ. ১৭৫০ সালে
২. পলাশী যুদ্ধ সংঘটিত হয় কত তারিখে?
ক. ১৫৫৭ সালের ২৩ জুন
খ. ১৬৫৭ সালের ২৩ জুন
গ. ১৭৫৭ সালের ২৩ জুন
ঘ. ১৭৬৫ সালের ২৩ জুন
৩. পলাশীর যুদ্ধে কে পরাজিত হন?
ক. শহিদ তিতুমীর
খ. সম্রাট জাহাঙ্গীর
গ. নবাব সিরাজউদ্দৌলা
ঘ. লর্ড ক্লাইভ
৪. ঢাকা প্রথম বাংলার রাজধানী হয় কত সালে?
ক. ১৬১০ সালে খ. ১৯০৫ সালে
গ. ১৯৪৭ সালে ঘ. ১৯৭১ সালে
৫. ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনে পাকিস্তান রাষ্ট্রের বহির্ভূত অঞ্চল কোনটি?
ক. পূর্ববঙ্গ খ. সিন্ধু
গ. পূর্ব পাঞ্জাব ঘ. বেলুচিস্তান
৬. চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন?
ক. লর্ড মাউন্টব্যাটেন
খ. লর্ড কর্নওয়ালিশ
গ. লর্ড ডাফরিন
ঘ. লর্ড রিপন
৭. সিপাহি বিদ্রোহ সংঘটিত হয় কত সালে?
ক. ১৭৫৭ সালে খ. ১৮৫৭ সালে
গ. ১৯৫৭ সালে ঘ. ১৮৯৩ সালে
৮. ১৮৮৫ সালে কোন রাজনৈতিক সংগঠনটি গড়ে উঠে?
ক. কংগ্রেস খ. মুসলিম লীগ
গ. কৃষক প্রজা দল ঘ. স্বরাজ দল
৯. ভারতীয় উপমহাদেশে প্রথম রাজনৈতিক দল গঠিত হয় কত সালে?
ক. ১৮৬১ সালে খ. ১৮৬৯ সালে
গ. ১৮৮০ সালে ঘ. ১৮৮৫ সালে
১০. বঙ্গভঙ্গ কখন সংঘটিত হয়?
ক. ১৯০৫ সালে খ. ১৯০৭ সালে
গ. ১৯০৯ সালে ঘ. ১৯১১ সালে
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.খ ২.গ ৩.গ ৪.ক ৫.গ ৬.খ ৭.খ ৮.ক ৯.ঘ ১০.ক
শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা