অধ্যায় ৫

ইতিহাসের পৃষ্ঠায় সময় তার সব চিহ্ন লুকিয়ে রাখে। এটা শুধু রাজা-বাদশাদের কথা নয়। বরং ইতিহাসের বড় অংশ জুড়ে রয়েছে সাধারণ মানুষের কথা। ‘কত কাল ধরে’ রচনায় বাঙালির আড়াই হাজার বছরের প্রাচীন ইতিহাসের ধারা বিশ্লেষণ করা হয়েছে। এতে রাজা-মন্ত্রী-সামন্ত-সৈন্য সব মানুষের জীবনের কথা রয়েছে।

আরও পড়ুন

সপ্তম শ্রেণির নতুন বই - ইংরেজি | Using Verbs Easily - Different Situations

হাজার বছর আগে এ দেশের পুরুষরা ধুতি পরত, মেয়েরা শাড়ি পরত। শুধু যোদ্ধারা জুতা ব্যবহার করত, সাধারণ লোকের তা সামর্থ্যের বাইরে ছিল। তবে তারা পায়ে কাঠের খড়ম পরত। এ ছাড়া সাজসজ্জার দিকে ঝোঁক ছিল বাঙালির। নারী ও পুরুষেরা নানা বাহারের চুল রাখত। মেয়েরা নানা রকম প্রসাধনী ব্যবহার করত। নারীদের পাশাপাশি পুরুষদেরও অলংকার ব্যবহারে চল ছিল।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন

সপ্তম শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ৫ - চিঠি প্রসঙ্গে দুটি প্রশ্নোত্তর দেখে নাও