অধ্যায় ১
১৮. ভাষাশহিদ শফিউরের পিতা কবে প্রথম শহিদ মিনার উদ্বোধন করেন?
ক. ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি
খ. ১৯৫২ সালের ২৪ ফেব্রুয়ারি
গ. ১৯৫২ সালের ২৭ ফেব্রুয়ারি
ঘ. ১৯৫২ সালের ২৮ ফেব্রুয়ারি
১৯. খাজা নাজিম উদ্দিনের সঙ্গে সংগ্রাম পরিষদের কত দফা চুক্তি হয়?
ক. ৬ দফা খ. ৮ দফা
গ. ১১ দফা ঘ. ২১ দফা
২০. ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ পুনর্গঠিত হয় কবে?
ক. ২ জানুয়ারি, ১৯৪৭ খ. ২ মার্চ, ১৯৪৭
গ. ২ জানুয়ারি, ১৯৪৮ ঘ. ২ মার্চ, ১৯৪৮
২১. বাঙালি জাতীয়তাবাদের বিকাশে কোনটি সকলকে ঐক্যবদ্ধ করে?
ক. ৬ দফা দাবি খ. ভাষা আন্দোলন
গ. মুক্তিযুদ্ধ ঘ. শহিদ মিনার
২২. ধীরেন্দ্রনাথ দত্ত কোন পরিষদের সদস্য ছিলেন?
ক. পাকিস্তান গণপরিষদের
খ. সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের
গ. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের
ঘ. তমদ্দুন মজলিসের
২৩. পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ কবে গঠিত হয়েছিল?
ক. ৪ জানুয়ারি, ১৯৪৮ খ. ৩ জানুয়ারি, ১৯৪৮
গ. ১১ মার্চ, ১৯৪৮ ঘ. ১১ মার্চ, ১৯৪৭
২৪. ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন কে?
ক. শামসুল হক খান
খ. শেরে বাংলা এ কে ফজলুল হক
গ. অলি আহাদ
ঘ. খাজা নাজিমউদ্দিন
২৫. সংবাদপত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এটি কোন চুক্তিতে ছিল?
ক. ৬ দফা খ. ৭ দফা
গ. ৮ দফা ঘ. ১২ দফা
২৬. ‘যুক্তফ্রন্ট’ কবে গঠিত হয়?
ক. ১৯৫২ সালে খ. ১৯৫৩ সালে
গ. ১৯৫৬ সালে ঘ. ১৯৬৬ সালে
২৭. যুক্তফ্রন্টের দফা ছিল কয়টি?
ক. ৬টি খ. ১১টি
গ. ২১টি ঘ. ২৫টি
২৮. কাকে আহ্বায়ক করে ১৯৫২ সালে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ নতুনভাবে গঠিত হয়?
ক. আবদুল মতিন
খ. কামরুদ্দিন আহমদ
গ. আবুল কাশেম
ঘ. ড. মহিউদ্দিন আহমদ
২৯. কারাবন্দী শেখ মুজিবুর রহমান নেতা-কর্মীদের কোথায় ডেকে ২১ ফেব্রুয়ারি কর্মসূচি পালনের পরামর্শ দেন?
ক. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
খ. ঢাকা মেডিকেল কলেজের সম্মুখ চত্বরে
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়
ঘ. ঢাকা কেন্দ্রীয় কারাগারে
৩০. ১৯৫২ সালের ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিনের ঘোষণার প্রতিবাদে ছাত্রসমাজ কত তারিখ ধর্মঘট পালন করে?
ক. ২৬ জানুয়ারি খ. ২৭ জানুয়ারি
গ. ৩০ জানুয়ারি ঘ. ২৯ জানুয়ারি
৩১. পাকিস্তান সরকার কোন হরফে বাংলা প্রচলনের উদ্যোগ নেয়?
ক. ইংরেজি হরফে খ. ফারসি হরফে
গ. উর্দু হরফে ঘ. আরবি হরফে
৩২. আমতলার সভায় কতজন করে মিছিল শুরু করার সিদ্ধান্ত হয়?
ক. ১০ জন খ. ১১ জন
গ. ১২ জন ঘ. ১৫ জন
৩৩. ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’—কবিতাটির রচয়িতা কে?
ক. শামসুর রাহমান
খ. আব্দুল গাফ্ফার চৌধুরী
গ. মুনীর চৌধুরী
ঘ. মাহবুব-উল-আলম চৌধুরী
৩৪. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে কারা পুস্তক রচনা করে?
ক. সংগ্রাম পরিষদ
খ. গণ-আজাদী লীগ
গ. তমদ্দুন মজলিস
ঘ. যুক্তফ্রন্ট
সঠিক উত্তর
অধ্যায় ১: ১৮. ক ১৯. খ ২০. ঘ ২১. খ ২২. ক ২৩. ক ২৪. ঘ ২৫. গ ২৬. খ ২৭. গ ২৮. ক ২৯. ক ৩০. গ ৩১. ঘ ৩২. ক ৩৩. ঘ ৩৪. গ
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা