ক্যাডেট কলেজে ভর্তি - গণিত (৩)

২০২২ সালে ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তির জন্য লিখিত পরীক্ষা ৬ জানুয়ারি ২০২৩ শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত।

পরীক্ষার বিষয় ও নম্বর: গণিত ১০০, বাংলা ৬০, ইংরেজি ১০০, এবং সাধারণ জ্ঞানে ৪০ নম্বর।

সংক্ষিপ্ত প্রশ্ন

১. প্রশ্ন: ১ এয়র = কত বর্গমিটার?

উত্তর: ১০০ বর্গমিটার

২. প্রশ্ন: ১ হেক্টর = কত বর্গমিটার?

উত্তর: ১০০০০ বর্গমিটার

৩. প্রশ্ন: ১ হেক্টর = কত এয়র?

উত্তর: ১০০ এয়র

৪. প্রশ্ন: অধিবর্ষ কী?

উত্তর: অধিবর্ষ হলো এমন একটি বছর, যে বছরে ক্যালেন্ডার বছরের সঙ্গে ঋতু বছরের সমন্বয় স্থাপনের জন্য এক দিন বেশি থাকে।

৫. প্রশ্ন: অধিবর্ষ কত বছর পরপর আসে?

উত্তর: প্রতি ৪ বছরে একবার অধিবর্ষ আসে।

৬. প্রশ্ন: অধিবর্ষের ফেব্রুয়ারি মাস কত দিনে হয়?

উত্তর: ২৯ দিনে।

৭. প্রশ্ন: অধিবর্ষের ফেব্রুয়ারি মাস অন্যান্য বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় কয় দিন বেশি থাকে?

উত্তর: ১ দিন বেশি থাকে।

৮. প্রশ্ন: অধিবর্ষের বছরের মোট দিনসংখ্যা কত?

উত্তর: ৩৬৬।

৯. প্রশ্ন: ১ দশক কাকে বলে?

উত্তর: ধারাবাহিক ১০ বছরের সময়কালকে ১ দশক বলে।

১০. প্রশ্ন: ১ যুগ কাকে বলে?

উত্তর: ধারাবাহিক ১২ বছরের সময়কালকে ১ যুগ বলে।

১১. প্রশ্ন: ১ শতাব্দী কাকে বলে?

উত্তর: ধারাবাহিক ১০০ বছরের সময়কালকে ১ শতাব্দী বলে।

১২. প্রশ্ন: ১ ঘণ্টা = কত সেকেন্ড?

উত্তর: ৩,৬০০ সেকেন্ড।

১৩. প্রশ্ন: ১ দিন = কত সেকেন্ড?

উত্তর: ৮৬,৪০০ সেকেন্ড।

১৪. প্রশ্ন: জনসংখ্যার ঘনত্ব বলতে কী বোঝ?

উত্তর: কোনো নির্দিষ্ট এলাকার জনসংখ্যার পরিমাণ হলো জনসংখ্যার ঘনত্ব।

১৫. প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো।

১.______ হলো বৃত্তের বৃহত্তম জ্যা।

২. বর্গ এক ধরনের______।

৩. রম্বসের কর্ণদ্বয় পরস্পরের ওপর______।

৪. রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর______।

৫. রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর______।

৬. সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর______।

৭. সামান্তরিকের বিপরীত কোণগুলো____পরস্পর ।

৮. একটি বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্ব হলো______ ।

৯. বৃত্তের পরিধির যেকোনো অংশকে______বলে?

১০.______হলো বৃত্তের কেন্দ্রগামী জ্যা।

উত্তরঃ ১. ব্যাস ২. রম্বস ৩. লম্ব ৪. সমান্তরাল ৫. সমান ৬. সমান ৭. সমান ৮. ব্যাসার্ধ ৯. বৃত্তচাপ ১০. ব্যাস

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা