আম–আঁটিঁর ভেঁপু

৫১. ‘বাক্সের সমুদয় সম্পত্তি’ কথাটির অর্থ কী?

ক. অপুর নিজস্ব খেলনা

খ. অপুর জমি

গ. অপুর বাড়ি

ঘ. অপুর টাকাপয়সা

৫২. ‘জ্বর-স্বর সতর্কতামিশ্রিত’—এখানে কার স্বরের কথা বলা হয়েছে?

ক. অপুর খ. হরিহরের

গ. সর্বজয়ার ঘ. দুর্গার

৫৩. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে অপুর মায়ের নাম কী?

ক. স্বর্ণগোয়ালিনী খ. সর্বজয়া

গ. দুর্গা ঘ. লক্ষ্মী

৫৪. ‘আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা— ভদ্দলোকেরাই হয়ে পড়েছে হাভাত–যোভাত’—হরিহরের এ উক্তিতে কী প্রকাশ পেয়েছে?

ক. হতাশা খ. বিরক্তি

গ. আক্ষেপ ঘ. ঘৃণা

৫৫. দুর্গার মাথার চুল কী রকম ছিল?

ক. কালো খ. রুক্ষ

গ. কোঁকড়ানো ঘ. লম্বা

৫৬. ‘আমের কুসি’ শব্দের অর্থ কী?

ক. কচি আম খ. আমের চারা

গ. আমের আচার ঘ. আমের মুকুল

৫৭. ‘জারা’ শব্দের অর্থ কী?

ক. জীর্ণ করা খ. পুরাতন

গ. আচার ঘ. মুকুল

৫৮. সর্বজয়ার ছেলের কী নেই?

ক. খেলনা খ. কাপড়

গ. বই ঘ. কলম

৫৯. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের মূল সুর কী?

ক. জীবনযাপন খ. প্রকৃতি

গ. চিরায়ত শৈশব ঘ. মাতৃচেতনা

৬০.‘সংকুচিত’ শব্দের অর্থ কী?

ক. কমে গেছে খ. ছোট হওয়া

গ. পুরাতন ঘ. উদারতা

সঠিক উত্তর

আম–আঁটিঁর ভেঁপু: ৫১.ক ৫২.ঘ ৫৩.খ ৫৪.গ ৫৫.খ ৫৬.ক ৫৭.ক ৫৮.খ ৫৯.গ ৬০.ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন(৪১-৫০)