বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রোমানিয়া সরকারের বৃত্তি, মাস্টার্সে ভর্তি ও অনার্স ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তন

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রোমানিয়া সরকারের বৃত্তি

ইউরোপের দেশ রোমানিয়া। দেশটি বিদেশি শিক্ষার্থীদের জন্য সরকারি বৃত্তি প্রদানের ঘোষণা করেছে।

∎ রোমানিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২০২৩–২৪ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে আবেদন গ্রহণ করা হচ্ছে।

∎ রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন Directorate for Cultural Diplomacy, Education and Science বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন

∎ শিক্ষার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে।

∎ আবেদন সঙ্গে বিভিন্ন সনদের স্ক্যান কপি জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১ মার্চ ২০২৩।

∎ বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: studyinromania.gov.ro অথবা scholarships.studyingromania.gov.ro

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তন

∎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ০৯/০১/২০২৩ তারিখের স্থগিত ২০২১ সালের অনার্স ২য় বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের (পত্র কোড–২২১৬০৩) পরীক্ষা আগামী ১৪/০২/২০২৩ তারিখ দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

∎ পূর্ব ঘোষণা অনুযায়ী প্রাণ–রসায়ন, প্রাণিবিজ্ঞান, ভূগোল ও মৃত্তিকাবিজ্ঞান (২২৩০০৭) পরীক্ষা যথারীতি একই সঙ্গে অনুষ্ঠিত হবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুটি মাস্টার্স প্রোগ্রামে ভর্তি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এলএলএম (প্রফেশনাল) ও মাস্টার্স ইন পার্কিং ল অ্যান্ড কোম্পানি পলিসি প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু করেছে।

∎ আবেদনের শেষ তারিখ: ৩ মার্চ।

∎ ভর্তি পরীক্ষার সময় পরে জানানো হবে।

∎ বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: jkkniu.edu.bd

আরও পড়ুন