বাংলা প্রশ্নোত্তর - (৭৪) | ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি প্রস্তুতি ২০২৪

প্রিয় ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থী, তোমাদের ভর্তি পরীক্ষায় বাংলা বিষয়ে নতুন শিক্ষাক্রমের নতুন সিলেবাস থেকে প্রশ্ন থাকবে। সেই আলোকেই বাংলা প্রশ্ন দেওয়া হলো। ২০২৪ সালের ভর্তি পরীক্ষায় সিলেবাস থেকে প্রশ্নের ধরন কেমন হতে পারে, তা দেখে নাও।

সঠিক উত্তরে টিক (√) চিহ্ন দাও: ১×৩০ = ৩০

১. ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?

ক. সমার্থে খ. বৃহদার্থে

গ. ক্ষুদ্রার্থে ঘ. বিপরীতার্থে

২. ভাষার কোন রীতি পরিবর্তনশীল?

ক. সাধু খ. চলিত

গ. কথ্য ঘ. লেখ্য

৩.‘মাথার উপরে নীল আকাশ।’—এই বাক্যের মধ্যে অনুসর্গ কোনটি?

ক. মাথা খ. উপরে

গ. নীল ঘ. আকাশ

৪. কোনটি মানিক বন্দে৵াপাধ্যায়ের লেখা গ্রন্থ?

ক. প্রাগৈতিহাসিক

খ. নীলহাতি

গ. সাম্যবাদী

ঘ. তোমাদের জন্য রূপকথা

৫. চিরকাল যে শিশুর মতো সহজ, অকৃত্রিম ও মমতায় থাকে, তাকে কী বলে?

ক. বাল্যকাল খ. আজীবন বালক

গ. ছোট শিশু ঘ. চির শিশু

৬. শিশু কিসের ওপর আঁকছে?

ক. নদী খ. বালু

গ. ঘুড়ি ঘ. কাগজ

৭. ‘তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ’—বাক্যে দ্বিরুক্তির ব্যবহার ও ধরন কী রকম হয়েছে?

ক. বিশেষ্য শব্দযুগলের বিশেষণ রূপে

খ. বিশেষণ শব্দযুগলের বিশেষণ রূপে

গ. ক্রিয়াবাচক শব্দের বিশেষণ রূপে

ঘ. বিশেষণ শব্দযুগলের ক্রিয়া বিশেষণ রূপে

৮. ‘সুলতানাজ ড্রিম’—গ্রন্থটি কার লেখা?

ক. সুফিয়া কামাল

খ. রোকনুজ্জামান খান

গ. কামরুল হাসান

ঘ. রোকেয়া সাখাওয়াত হোসেন

৯. ‘আজ যদি পারি, একবার সেখানে যাব।’ বাক্যে কী ধরনের অব্যয়ের ব্যবহার ঘটেছে?

ক. অনুগামী সমুচ্চয়ী অব্যয়

খ. অনন্বয়ী অব্যয়

গ. পদান্বয়ী অব্যয়

ঘ. বাক্যালংকার অব্যয়

১০. ‘পঞ্চায়েত’ কোন জাতীয় বিশেষ্য পদ?

ক. সংখ্যাবাচক খ. সমষ্টিবাচক

গ. গুণবাচক ঘ. জাতিবাচক

১১. ভবিষ্যৎকালের অনুজ্ঞায় ‘আদেশ’ প্রকাশ পেয়েছে কোনটিতে?

ক. পারলে কাল একবার এসো

খ. সত্য কথা গোপন করো না

গ. চেষ্টা করো, হয়তো অজানা থাকবে না

ঘ. সর্বদা সত্য কথা বলবে

১২. ব্যাকরণের কাজ কী?

ক. ভালো বক্তা তৈরি করা

খ. ভালো লেখক তৈরি করা

গ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা

ঘ. দ্রুত লিখন শেখানো

১৩. অনুবাদের ক্ষেত্রে মূলের কোন দিকটি ঠিক রাখতে হয়?

ক. লক্ষ্যার্থ খ. ভাব

গ. বাক্যবিন্যাস ঘ. অলংকরণ

১৪. কখন সন্ধি করার বিধান নেই?

ক. ধ্বনি মাধুর্য রক্ষিত না হলে

খ. ছন্দ লালিত্য সৃষ্টি না হলে

গ. আয়াস লাঘব না হলে

ঘ. শব্দ কাঠিন্য প্রাপ্ত হলে

১৫. ‘ছুটি পর্যন্ত ক্লাস চলতেই থাকবে’—কোন কালের উদাহরণ?

ক. পুরাঘটিত ভবিষ্যৎ

খ. নিত্যবৃত্ত অতীত

গ. নিত্য বর্তমান

ঘ. ঘটমান ভবিষ্যৎ

১৬. টি, টা, খানা—ইত্যাদি কিসের প্রতীক?

ক. একবচন খ. দ্বিবচন

গ. বহুবচন ঘ. সংখ্যা

১৭. ‘যা দীপ্তি পাচ্ছে’—এককথায় কী বলা হয়?

ক. দীপ্ত খ. সন্দীপন

গ. দোদুল্যমান ঘ. দেদীপ্যমান

১৮. ‘কপাল ও কপোল’ শব্দের অর্থ কোনটি?

ক. গাল, ভাগ্য খ. ভাগ্য, ললাট

গ. গণ্ড, গাল ঘ. ললাট, গাল

১৯. কোনটি মৌলিক শব্দ?

ক. বাঁশি খ. পঙ্কজ

গ. হস্তী ঘ. গোলাপ

২০. পত্রের শিরোনাম অংশ কোনটি?

ক. প্রাপকের ঠিকানা

খ. তারিখ ও স্থান

গ. সম্বোধন

ঘ. প্রেরকের অস্থায়ী ঠিকানা

২১. ‘সৌভাগ্যের বিষয়’ কোন বাগ্​ধারা দ্বারা প্রকাশ পায়?

ক. একাদশে বৃহস্পতি খ. চাঁদের হাট

গ. পোয়াবারো ঘ. রাহুর দশা

২২. প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়?

ক. আকাঙ্ক্ষা ভাব খ. নিদের্শক ভাব

গ. সাপেক্ষ ভাব ঘ. অনুজ্ঞা ভাব

২৩. ‘A to Z’–এর যথার্থ অর্থ কোনটি?

ক. ক থেকে ম পর্যন্ত খ. যথার্থভাবে

গ. অক্ষরে অক্ষরে ঘ. সম্পূর্ণভাবে

২৪. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ. সুকুমার রায়

গ. প্যারীচাঁদ মিত্র

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

২৫. ‘বিদ্যাহীন ব্যক্তি সমাজে উপেক্ষিত হয়’—এ সরল বাক্যটির যথার্থ জটিল বাক্য কোনটি?

ক. যে ব্যক্তি বিদ্যাহীন সে সমাজে উপেক্ষিত হয়

খ. সমাজে বিদ্যাহীন ব্যক্তিরা উপেক্ষিত

গ. বিদ্যাহীনেরাই সমাজে উপেক্ষিত হয়

ঘ. সব বিদ্যাহীনই সমাজে উপেক্ষিত হয়

২৬. কী ভেদে ক্রিয়ার রূপের পার্থক্য হয়?

ক. বচনভেদে খ. বর্ণনাভেদে

গ. লিঙ্গভেদে ঘ. পুরুষভেদে

২৭. শেষের কবিতা কোন জাতীয় গ্রন্থ?

ক. কবিতা খ. উপন্যাস

গ. নাটক ঘ. ভ্রমণ কাহিনী

২৮. কমা অপেক্ষা বেশি বিরতির জন্য কোনটি ব্যবহৃত হয়?

ক. সেমিকোলন খ. ড্যাস

গ. দাঁড়ি ঘ. কোনোটিই নয়

২৯. ‘খ’ ও ‘ঘ’ ধ্বনি কোন শ্রেণির অন্তর্ভুক্ত?

ক. অল্পপ্রাণ ধ্বনি খ. মহাপ্রাণ ধ্বনি

গ. ঘোষ ধ্বনি ঘ. অঘোষ ধ্বনি

৩০. আমন্ত্রণপত্রে কী থাকে?

ক. অনুষ্ঠানের বিবরণ

খ. স্থান

গ. তারিখ ও সময়সূচি

ঘ. সব কটি

৩১. নিচের প্রশ্নের উত্তর দাও: ১×১০ = ১০

ক. রোকনুজ্জামান খান শিশু-কিশোরদের জন্য কোন সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন?

খ. ‘চিঠি বিলি’ ছড়ায় চিংড়ি মাঝির কাছে কে চিঠি লিখেছে?

গ. ‘সুখী’ মানুষ নাটকের সংলাপে কোন ভাষা ব্যবহার করা হয়েছে?

ঘ. ‘পাকাপাকি’ ছড়াটি সুকুমার রায়ের কোন বই থেকে নেওয়া হয়েছে?

ঙ. ১৯৭১ সালের ২৩ মার্চ কী দিবস পালিত হয়?

চ. কে নিজেকে শিল্পী না বলে ‘পটুয়া’ বলেন?

ছ. ‘আমার দেখা নয়াচীন’ বইটি কার লেখা?

জ. যিনি এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ করে শোনান তাকে, কী বলে?

ঝ. ‘এবং, ও, তবু, সুতরাং’ শব্দগুলোকে কী বলে?

ঞ. ‘দুঃখী, সুখী’ শব্দের প্রমিত উচ্চারণ কী?

৩২. বাংলাদেশের রণ সংগীতের প্রথম ১০ লাইন লেখো। ৫

৩৩. ‘আমার দেশ, আমার অহংকার’ বিষয়ে একটি অনুচ্ছেদ লেখো। ৫

৩৪. ‘দুর্নীতি সড়ক দুর্ঘটনার প্রধান কারণ’–এর পক্ষে বা বিপক্ষে যুক্তি উপস্থাপন করো। ১০

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী