অর্থনীতি ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

১. প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে কয়টি শ্রেণিতে বিভক্ত করা যায়?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

২. দেশব্যাপী বিস্তৃত বাজারকে কী বাজার

বলা হয়?

ক. স্থানীয় বাজার

খ. জাতীয় বাজার

গ. আন্তর্জাতিক বাজার

ঘ. পূর্ণ প্রতিযোগিতামূলক

৩. অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতার বাজারকে কী বাজার বলা হয়?

ক. পূর্ণ প্রতিযোগিতা

খ. অপূর্ণ-প্রতিযোগিতা

গ. একচেটিয়া

ঘ. জাতীয় বাজার

৪. ‘একচেটিয়া’-এর ইংরেজি প্রতিশব্দ কোনটি?

ক. Monopolistic

খ. Duopoly

গ. Monopoly

ঘ. Oligopoly

৫. ‘Mono’ শব্দের অর্থ কী?

ক. এক খ. ক্রেতা

গ. বহু ঘ. বিক্রেতা

৬. ‘Poly’ শব্দের অর্থ কী?

ক. ক্রেতা খ. বিক্রেতা

গ. বাজার ঘ. এক

৭. যে বাজারে দুজন বিক্রেতা এবং অসংখ্য ক্রেতার উপস্থিতি থাকে তাকে কোন ধরনের বাজার বলা হয়?

ক. একচেটিয়া খ. ডুয়োপলি

গ. অলিগোপলি ঘ. মনোপসনি

৮. যে বাজারে স্বল্পসংখ্যক বিক্রেতা এবং অসংখ্য ক্রেতার উপস্থিতি থাকে তাকে কোন ধরনের বাজার বলা হয়?

ক. একচেটিয়া খ. ডুয়োপলি

গ. অলিগোপলি ঘ. মনোপসনি

৯. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য হলো—

i. অসংখ্য ক্রেতা-বিক্রেতা

ii. দ্রব্যসমূহ সমজাতীয়

iii. উপকরণসমূহ পূর্ণ গতিশীল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

১০. অপূর্ণ-প্রতিযোগিতামূলক বাজারের
বৈশিষ্ট্য কী

i. অসংখ্য ক্রেতা-বিক্রেতা

ii. জোগানের নিয়ন্ত্রণ

iii. অস্বাভাবিক মুনাফা অর্জন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১. ক ২. খ ৩. ক ৪. গ ৫. ক ৬. খ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল