অষ্টম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পড়াশোনা: বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলো ফাইল ছবি

অধ্যায় ১

১২. সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে—

i. সাধারণ মানুষের তথ্য জানার সুযোগ সৃষ্টি হবে

ii. সরকারি সেবার মান উন্নত হবে

iii. সরকারি কাজে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩. প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে উত্পাদনশীলতা—

ক. কমে খ. বাড়ে

গ. একই থাকে ঘ. কমতে থাকে

১৪. প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে নিচের কোনটি বাড়বে?

ক. উত্পাদনশীলতা

খ. গতিশীলতা

গ. গতি

ঘ. উত্পাদন

১৫. ড. ইকবাল কাদির কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?

ক. এমআইটি খ. এমইটি

গ. আইএসটি ঘ. এমআইএসটি

১৬. অধ্যাপক ড. ইকবাল কাদিরের উক্তি কোনটি?

ক. তথ্যই মুক্তি

খ. সংযুক্তিই উত্পাদনশীলতা

গ. সংযোগই মুক্তি

ঘ. ইন্টারনেটই বিশ্ব

১৭. বিভিন্ন কল-কারখানায় বিপজ্জনক কাজে মানুষের বিকল্প কী?

ক. যন্ত্র খ. রোবট

গ. এটিএম ঘ. রোলার

১৮. কোনটি ব্যবহারের ফলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে?

ক. মোবাইল ফোন

খ. টেলিভিশন

গ. রেডিও

ঘ. তথ্য প্রযুক্তি

১৯. ব্যাংকের টাকা যেকোনো সময় কিসের মাধ্যমে তোলা যায়?

ক. এটিএমের মাধ্যমে

খ. একটি মেশিনের মাধ্যমে

গ. জিপিএসের মাধ্যমে

ঘ. কম্পিউটারের মাধ্যমে

২০. সরকারি কোন কোন ক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রয়োগ রয়েছে?

ক. সরকারি সব কাজে

খ. সরকারি তথ্যাদি প্রকাশে

গ. চিঠি পাঠানোর কাজে

ঘ. পরীক্ষার ফলাফলে

২১. ভার্চ্যুয়াল প্রতিষ্ঠানের কারণে—

i. ঘরে বসে কাজ করা যায়

ii. কাজের ধরন প্রতিনিয়ত পাল্টাচ্ছে

iii. কর্মীর সংখ্যা কমছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় প্রযুক্তিবিষয়ক কোম্পানি কোনটি?

ক. মাউস কোম্পানি

খ. টেলিভিশন কোম্পানি

গ. রেডিও কোম্পানি

ঘ. মোবাইল কোম্পানি

সঠিক উত্তর

অধ্যায় ১: ১২. ঘ ১৩. খ ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. ঘ ১৯.ক ২০. ক ২১. ঘ ২২. ঘ

*লেখক: প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা