অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল

ফাইল ছবি

অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের আবারও নিবন্ধনের সুযোগ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ১৯ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বাদ পড়া শিক্ষার্থীরা বিলম্ব ফি ছাড়াই রেজিস্ট্রেশনের ফরম পূরণ ও তথ্য আপলোড করতে পারবে। ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১ সালের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। করোনা মহামারির কারণে যেসব শিক্ষার্থী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারেনি বা অন্য কোনো কারণে বাদ পড়েছে, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে ওই সব শিক্ষার্থীর অনলাইনে তথ্য আপলোড, নিবন্ধনের সময় বিলম্ব ফি ছাড়া ১৯ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত তিন দিন বৃদ্ধি করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জনপ্রতি রেজিস্ট্রেশন ফি ৭৪ টাকা। এর মধ্যে ৫০ টাকা নিবন্ধন ফি এবং ২৪ টাকা রেডক্রিসেন্ট ফি।