এইচএসসি ২০২২ - জীববিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

১১. গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর দেখা যায় নিচের কোন পর্বে?

ক. Nematoda খ. Platyhelminthes

গ. Cnidaria ঘ. Mollusca

১২. ম্যান্টল নামক গহ্বর পাওয়া যায় কোন পর্বে?

ক. অ্যানেলিডা খ. নেমোটোডা

গ. মলাস্কা ঘ. পরিফেরা

১৩. র‍্যাডুলা নামক অঙ্গ পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে?

ক. Mollusca খ. Nematoda

গ. Arthropoda ঘ. Annelida

১৪. কোন পর্বের সব প্রাণী সামুদ্রিক?

ক. Porifera খ. Cnidaria

গ. Mullusca ঘ. Echinodermata

১৫. ত্বকে কাঁটা পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে?

ক. মলাস্কা খ. একাইনোডার্মাটা

গ. নেমাটোডা ঘ. পরিফেরা

১৬. কোন পর্বে পানি সংবহনতন্ত্র দেখা যায়?

ক. Cnidaria খ. Nematoda

গ. Mollusca ঘ. Echinodermata

১৭. সমুদ্রশশা কোন পর্বের প্রাণী?

ক. Annelida খ. Cnidaria

গ. Chordata ঘ. Echinodermata

১৮. কোনটি ভার্টিব্রেট?

ক. চিংড়ি মাছ খ. তারা মাছ

গ. জেলি ফিশ ঘ. কাতলা মাছ

১৯. Mysini শ্রেণির প্রাণীদের কী বলে?

ক. ল্যামপ্রে খ. ভল্গাকার

গ. কম্বোজ ঘ. হ্যাগফিস

২০. প্ল্যাকয়েড আঁশ দ্বারা আবৃত কোন প্রাণীর দেহ?

ক. Scoliodon খ. Tenualosa

গ. Neoceratodus ঘ. Hoplobatrachus

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১.গ ১২.গ ১৩.ক ১৪.ঘ ১৫.খ ১৬.ঘ ১৭.ঘ ১৮.ঘ ১৯.ঘ ২০.ক

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন