এইচএসসি ২০২২ - বাংলা ২য় পত্র | শব্দ ও ভাষার শুদ্ধ প্রয়োগ : ব্যাকরণিক শ্রেণি

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

শব্দ ও ভাষার শুদ্ধ প্রয়োগ

২১। অশুদ্ধ: এ কথা প্রমাণ হইয়াছে।

শুদ্ধ: এ কথা প্রমাণিত হইয়াছে।

২২। অশুদ্ধ: তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন।

শুদ্ধ: তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন।

২৩। অশুদ্ধ: উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।

শুদ্ধ: উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।

২৪। অশুদ্ধ: সে তাহার শিক্ষকের একান্ত বাধ্যগত ছাত্র।

শুদ্ধ: সে তাহার শিক্ষকের একান্ত অনুগত ছাত্র।

২৫। অশুদ্ধ: তাহারা বাড়ি যাচ্ছে।

শুদ্ধ: তারা বাড়ি যাচ্ছে।

২৬। অশুদ্ধ: অপব্যায় একটি মারাত্মক ব্যধি।

শুদ্ধ: অপব্যয় একটি মারাত্মক ব্যাধি।

২৭। অশুদ্ধ: অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।

শুদ্ধ: অধ্যয়নই ছাত্রদের তপস্যা।

২৮। অশুদ্ধ: অন্নাভাবে প্রতি ঘরে করে হাহাকার।

শুদ্ধ: অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।

২৯। অশুদ্ধ: অতিলোভে তাতী নষ্ট।

শুদ্ধ: অতিলোভে তাঁতি নষ্ট।

৩০। অশুদ্ধ: অতিশয় দুঃখিত হলাম।

শুদ্ধ: খুব দুঃখ পেলাম।

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পূর্বের দিনের পড়া