এইচএসসি - ভূগোল ২য় পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

৪১. খাদ্যশস্য উৎপাদনে একক বৃহত্তম মহাদেশ কোনটি?

ক. এশিয়া খ. অস্ট্রেলিয়া

গ. ইউরোপ ঘ. আফ্রিকা

৪২. বাংলাদেশে সর্বাধিক চা–বাগান রয়েছে কোন জেলায়?

ক. সুনামগঞ্জ

খ. মৌলভীবাজার

গ. সিলেট

ঘ. পঞ্চগড়

৪৩. চা–চাষের জন্য উপযোগী জলবায়ু—

i. বৃষ্টিপাতযুক্ত

ii. উষ্ণ

iii. আর্দ্র

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৪৪. জুমচাষ কোন ধরনের কৃষির অন্তর্গত?

ক. মিশ্র খ. প্রগাঢ়

গ. বাগিচা ঘ. স্থানান্তরিত

৪৫. আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

ক. ভারতে

খ. জার্মানিতে

গ. মেক্সিকোতে

ঘ. ফিলিপাইনে

৪৬. কোনটি চাল আমদানিতে শীর্ষ দেশ?

ক. থাইল্যান্ড খ. চীন

গ. যুক্তরাষ্ট্র ঘ. ভারত

৪৭. নিচের কোনটি আন্তর্জাতিক কৃষি সংস্থা?

ক. BRRI খ. AIS

গ. IRRI ঘ. BADC

৪৮. বিশ্বের সর্বোচ্চ গম উৎপাদনকারী দেশ কোনটি?

ক. কানাডা খ. চীন

গ. ফ্রান্স ঘ. জার্মানি

৪৯. কৃষিকাজ কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড?

ক. প্রথম পর্যায়ের খ. দ্বিতীয় পর্যায়ের

গ. তৃতীয় পর্যায়ের ঘ. চতুর্থ পর্যায়ের

৫০. Agros শব্দের অর্থ কী?

ক. পানি খ. মাটি

গ. বাতাস ঘ. চাষ

সঠিক উত্তর

অধ্যায় ৪ : ৪১.ক ৪২.খ ৪৩.ঘ ৪৪.ঘ ৪৫.ঘ ৪৬.খ ৪৭.গ ৪৮.খ ৪৯.ক ৫০.খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন