এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র । অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

১. সব ধরনের আয় ও মুনাফা রেওয়ামিলের কোন পাশে লেখা হয়?

ক. ডেবিট দিকে

খ. ক্রেডিট দিকে

গ. কোনো পাশেই আসে না

ঘ. উভয় পাশে

২. নিচের কোন দফাটি রেওয়ামিলের ডেবিট পাশে বসে?

ক. অনাদায়ি পাওনা সঞ্চিতি

খ. আন্তঃফেরত

গ. বহিঃফেরত

ঘ. সুদ প্রাপ্তি

৩. নিচের কোনটি কাল্পনিক সম্পদ?

ক. প্রাপ্য হিসাব খ. প্রাথমিক খরচ

গ. সুনাম ঘ. ট্রেডমার্ক

৪. ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন এবং মূলধন হতে উত্তোলন রেওয়ামিলে দেখানো হয়—

ক. ক্রেডিট দিকে

খ. একটি ডেবিট ও অন্যটি ক্রেডিট দিকে

গ. উভয়টি ক্রেডিট দিকে

ঘ. একটি ব্যাংক ও অন্যটি মূলধন হিসাবে

৫. কোন হিসাবটি রেওয়ামিলের ক্রেডিট দিকে বসবে না?

ক. পাওনাদার

খ. দেনাদার

গ. ব্যাংক জমাতিরিক্ত

ঘ. প্রাপ্ত ভাড়া

৬. কোনটি রেওয়ামিলের ডেবিট দিকে বসে?

ক. ঋণপত্র খ. বিনিয়োগের সুদ

গ. প্রাপ্য বিল ঘ. ক্রয়ফেরত

৭. কোনটি রেওয়ামিলের ক্রেডিট ঘরে বসে?

ক. বিক্রয় বাট্টা খ. বকেয়া ভাড়া

গ. বিজ্ঞাপন ঘ. জীবন বিমা

৮. নিচের কোন হিসাবের উদ্বৃত্ত রেওয়ামিলের ক্রেডিট দিকে বসবে না?

ক. অগ্রিম প্রাপ্ত আয়

খ. অনাদায়ি পাওনা সঞ্চিতি

গ. সাধারণ সঞ্চিতি

ঘ. পাওনা বাট্টা সঞ্চিতি

৯. দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করার ফলে—

ক. রেওয়ামিলের উভয় দিকের যোগফল মিলে যায়

খ. রেওয়ামিল তৈরির প্রয়োজন হয় না

গ. খতিয়ান করা সহজ হয়

ঘ. জাবেদা করা সহজ হয়

১০. রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট কলামের যোগফল সমান হলে—

ক. আয়-ব্যয়ের সমতা প্রকাশ করে

খ. নিট মুনাফা নিশ্চিত করে

গ. কারবারের সঠিক আর্থিক অবস্থা প্রকাশ করে

ঘ. খতিয়ানের গাণিতিক শুদ্ধতা প্রকাশ করে

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১.খ ২.খ ৩.খ ৪.খ ৫.খ ৬.গ ৭.খ ৮.ঘ ৯.ক ১০.ঘ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা