এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র । অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৫১. সব দীর্ঘমেয়াদি ও চলতি দায় রেওয়ামিলের কোন পাশে বসে?

ক. ডেবিট

খ. ক্রেডিট

গ. উভয় পাশে

ঘ. কোনো পাশেই নয়

৫২. মিমু ট্রেডার্সের ব্যবসায়ে ১৫,০০০ টাকা শিক্ষানবিশ সেলামি পাওয়া গেল। এটি রেওয়ামিলে—

ক. ডেবিট কলামে বসাতে হবে

খ. ক্রেডিট কলামে বসাতে হবে

গ. ডেবিট ও ক্রেডিট উভয় কলামে

বসাতে হবে

ঘ. আংশিক ডেবিট ও ক্রেডিট কলামে বসাতে হবে

৫৩. পূজা অ্যান্ড কোং ১০% হারে ৫০,০০০ টাকা বিনিয়োগ করে। বিনিয়োগ থেকে প্রাপ্ত সুদ রেওয়ামিলের কোন দিকে বসবে?

ক. ডেবিট দিকে ৫,০০০ টাকা

খ. ক্রেডিট দিকে ৫,০০০ টাকা

গ. ডেবিট ও ক্রেডিট দিকে ৫,০০০ টাকা

ঘ. কখনো ডেবিট দিকে আবার কখনো ক্রেডিট দিকে ৫,০০০ টাকা

৫৪. বছর শেষে কনক অ্যান্ড কোং–এর সমাপনী নগদ তহবিল ৮০০ টাকা রেওয়ামিল তৈরি করার সময় কোন পাশে বসবে?

ক. ডেবিট পাশে ৮০০ টাকা

খ. ক্রেডিট পাশে ৮০০ টাকা

গ. ডেবিট ও ক্রেডিট পাশে ৮০০ টাকা

ঘ. অন্তর্ভুক্ত হবে না

৫৫. বিক্রয় ২৫,০০০ টাকা, প্রারম্ভিক মজুত ২,৫০০ টাকা, সমাপনী মজুত ১,৫০০ টাকা, ক্রয় ১২,০০০ টাকা এবং ক্রয় পরিবহন ১,০০০ টাকা হলে বিক্রীত পণ্যের ব্যয় কত?

ক. ১৪,০০০ টাকা

খ. ১৪,৫০০ টাকা

গ. ১৫,৫০০ টাকা

ঘ. ১৭,০০০ টাকা

৫৬. নিচের কোনটি প্রত্যক্ষ খরচ?

ক. অফিস ভাড়া খ. মজুরি

গ. কমিশন ঘ. বিজ্ঞাপন খরচ

৫৭. ডকচার্জ ও শুল্ক কোন ধরনের ব্যয়?

ক. মূলধন জাতীয়

খ. মুনাফা জাতীয়

গ. মূলধনায়িত

ঘ. বিলম্বিত মুনাফা জাতীয়

৫৮. নিচের কোনটি দ্বারা ভবিষ্যতে সুবিধা পাওয়া যায়?

ক. অনুপার্জিত আয়

খ. নিঃশেষিত ব্যয়

গ. প্রাপ্ত আয়

ঘ. প্রদেয় ব্যয়

৫৯. নিচের কোনটি প্রতিষ্ঠানের বহিঃদায় বৃদ্ধি করে?

ক. ধারে ক্রয়

খ. স্থায়ী সম্পদের অবচয়

গ. আয়কর পরিশোধ

ঘ. প্রদেয় বিলের পরিশোধ

৬০. ‘মনিহারি দ্রব্যাদি সম্পদ নয়, খরচ হিসাবে দেখানো উচিত’—এটি কোন নীতি অনুসরণ করে?

ক. বস্তুনিষ্ঠতার নীতি

খ. রক্ষণশীলতার নীতি

গ. ব্যয় সুবিধা সম্পর্ক

ঘ. সামঞ্জস্য নীতি

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৫১.খ ৫২.খ ৫৩.খ ৫৪.ক ৫৫.ক ৫৬.খ ৫৭.খ ৫৮.খ ৫৯.ক ৬০.ক

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)