এসএসসি ২০২২ - পদার্থবিজ্ঞান | অধ্যায় ১১ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১১

১. তড়িৎ প্রবাহের একক কী?

ক. ভোল্ট খ. অ্যাম্পিয়ার

গ. কুলম্ব ঘ. ওহম

২. তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে কী বলে?

ক. তড়িৎক্ষেত্র খ. তড়িৎ তীব্রতা

গ. তড়িৎ বর্তনী ঘ. তড়িৎ বলরেখা

৩. নিচের কোনটি অর্ধপরিবাহী?

ক. প্লাস্টিক খ. অ্যালুমিনিয়াম

গ. কাচ ঘ. জার্মেনিয়াম

৪. তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ (I), রোধ (R) ও বিভব পার্থক্যের (V) মধ্যে সম্পর্ক কোনটি?

ক. R=V/I খ. I=VR

গ. I=R ঘ. I/V

৫. X অক্ষ বরাবর বিভব পার্থক্য এবং y অক্ষ বরাবর তড়িৎ প্রবাহ স্থাপন করলে কী ধরনের রেখা পাওয়া যাবে?

ক. বৃত্ত খ. সরলরেখা

গ. বক্ররেখা ঘ. উপবৃত্ত

৬. রোধের একক কী?

ক. অ্যাম্পিয়ার খ. ওহম

গ. ওয়াট ঘ. কুলম্ব

৭. কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এক-তৃতীয়াংশ করা হলে ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ কত হবে?

ক. ৩ গুণ খ. ৯ গুণ

গ. অর্ধেক ঘ. এক-তৃতীয়াংশ

৮. বিভব পার্থক্যের একক কী?

ক. ওহম খ. অ্যাম্পিয়ার

গ. ভোল্ট ঘ. কুলম্ব

৯. তড়িচ্চালক শক্তির এসআই একক কী?

ক. J খ. JC-1

গ. JC ঘ. V

১০. যদি Q আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে W জুল পরিমাণ কাজ সম্পন্ন হয় এবং তাড়িচ্চালক শক্তি হলে E নিচের কোন সম্পর্কটি সঠিক?

ক. E=Q/W খ. Q=E/W

গ. E=WQ ঘ. E=W/Q

সঠিক উত্তর

অধ্যায় ১১: ১.খ ২.গ ৩.ঘ ৪.ক ৫.খ ৬.খ ৭.ঘ ৮.গ ৯.খ ১০.ঘ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা