এসএসসি ২০২২ - পৌরনীতি ও নাগরিকতা | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৫
৪১. রাষ্ট্রের দর্পণ কোনটি?
ক. আইন খ. অধ্যাদেশ
গ. সংবিধান ঘ. দলিল
৪২. ‘ম্যাগনাকার্টা’ কী?
ক. আইন বই খ. চুক্তিপত্র
গ. অর্থ বিল ঘ. অধিকার সনদ
৪৩. ইংল্যান্ডে কে ‘ম্যাগনাকার্টা’ নামে অধিকার সনদ দান করেন?
ক. রাজা জন খ. দ্বিতীয় এলিজাবেথ
গ. ভিক্টোরিয়া ঘ. টনি ব্লেয়ার
৪৪. কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?
ক. ১২১৫ সালে খ. ১২১৩ সালে
গ. ১২১২ সালে ঘ. ১২১১ সালে
৪৫. যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়ন করা হয়েছে কীভাবে?
ক. আলাপ–আলোচনার মাধ্যমে
খ. অনুমোদনের মাধ্যমে
গ. বিপ্লবের মাধ্যমে
ঘ. ক্রমবিবর্তনের মাধ্যমে
৪৬. রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল কোনটি?
ক. আইন খ. অধ্যাদেশ
গ. সংবিধান ঘ. দলিল
৪৭. বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সংবিধান কীভাবে প্রণীত হয়?
ক. আলাপ–আলোচনার মাধ্যমে
খ. বিপ্লবের দ্বারা
গ. ক্রমবিবর্তনের মাধ্যমে
ঘ. অনুমোদনের মাধ্যমে
৪৮. ‘সংবিধান হলো এমন এক জীবনপদ্ধতি, যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে’— উক্তিটি কার?
ক. জন লক খ. অ্যারিস্টটল
গ. টি এইচ গ্রিন ঘ. জ্যাঁ জ্যাক রুশো
৪৯. একটি দেশকে কীভাবে জানা যায়?
ক. সরকারের দ্বারা
খ. জনগণের মনোভাবের দ্বারা
গ. সংবিধান দ্বারা
ঘ. বিচারকার্য দ্বারা
৫০. বিশ্বের সব রাষ্ট্রেই কোনটি আছে?
ক. সমাজতন্ত্র খ. একনায়কতন্ত্র
গ. গণতন্ত্র ঘ. সংবিধান
সঠিক উত্তর
অধ্যায় ৫: ৪১.গ ৪২.ঘ ৪৩.ক ৪৪.ক ৪৫.ক ৪৬.গ ৪৭.ক ৪৮.খ ৪৯.গ ৫০.ঘ
শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)