এসএসসি ২০২২ - ফিন্যান্স ও ব্যাংকিং | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৬১. কোনটি বাণিজ্য ঘাটতি পূরণে বিশেষ ভূমিকা রাখে?

ক. রেমিট্যান্স

খ. বৈদেশিক ঋণ

গ. বৈদেশিক অনুদান

ঘ. শুল্ক

৬২. মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ-ক্ষতির ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে কী বলে?

ক. অব্যবসায়ী প্রতিষ্ঠান

খ. সমবায় প্রতিষ্ঠান

গ. ব্যবসায় প্রতিষ্ঠান

ঘ. রাষ্ট্রীয় প্রতিষ্ঠান

৬৩. একমালিকানা ব্যবসায়ের তহবিলের প্রধান উৎস কী?

ক. আত্মীয়স্বজন খ. ব্যাংকঋণ

গ. মহাজন ঘ. নিজস্ব তহবিল

৬৪. একটি প্রতিষ্ঠানের পণ্য বিক্রয় করা অর্থ দিয়ে কর্মচারীদের মজুরি দিলে তা অর্থায়নের কোন নীতির মধ্যে পড়ে?

ক. উপযুক্ততার নীতি

খ. বৈচিত্র্যের নীতি

গ. তারল্য নীতি

ঘ. মুনাফা অর্জনের নীতি

৬৫. কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য সরকারি অনুমতি নেওয়া বাধ্যতামূলক?

ক. একমালিকানা খ. অংশীদারি

গ. কোম্পানি ঘ. সমবায় ব্যবসায়

৬৬. চলতি খরচ —

i. দোকানভাড়া

ii. কর্মচারীর বেতন

iii. দোকানের আয়তন বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৭. স্থায়ী খরচ —

i. রেফ্রিজারেটর কেনা

ii. কর্মচারীর বেতন

iii. দোকানের আয়তন বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৮. অর্থায়ন কী নিয়ে কাজ করে?

ক. ব্যবস্থাপনা

খ. মূলধন

গ. কর্মী সংগ্রহ

ঘ. তহবিল ব্যবস্থাপনা

৬৯. কোন উৎস থেকে কী পরিমাণ তহবিল সংগ্রহ করতে হবে, তা কে নির্ধারণ করে?

ক. ব্যবস্থাপনা খ. অর্থায়ন

গ. হিসাববিজ্ঞান ঘ. অর্থনীতি

৭০. রপ্তানি হতে আমদানি বেশি করতে হয় বলে প্রতিবছর বিরাট অঙ্কের কী দেখা যায়?

ক. বাজেট ঘাটতি খ. প্রণোদনা

গ. বাজেট ঘ. অর্থনীতি

সঠিক উত্তর

অধ্যায় ১: ৬১.ক ৬২.গ ৬৩.ঘ ৬৪.ক ৬৫.গ ৬৬.ক ৬৭.খ ৬৮.ঘ ৬৯.খ ৭০.ক

মো. শফিকুল ইসলাম ভূইঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)