খাতার উপস্থাপনা হতে হবে ভালো | এসএসসি পরীক্ষা ২০২২ - অধ্যক্ষের বিশেষ পরামর্শ

সুমন কুমার পাণ্ডে

ভালো ফলাফলের জন্য পরীক্ষার খাতায় ভালো উপস্থাপনা জরুরি। ভালো উপস্থাপনা বলতে পরীক্ষার খাতার সার্বিক পরিচ্ছন্নতা এবং প্রশ্ন বুঝে বানান ভুল না করে সাবলীলভাবে সহজ বাক্যে প্রাসঙ্গিক উত্তর প্রদানকে বোঝায়। হাতের লেখা অবশ্যই স্পষ্ট সুন্দর হতে হবে। উত্তর লেখার ক্ষেত্রে বেশি কাটাকাটি করবে না। লেখার কোনো অংশে কাটতে হলে তা একটানে কাটবে। লিখিত উত্তরের সঙ্গে প্রয়োজন অনুযায়ী প্রাসঙ্গিক উদ্ধৃতি, চার্ট, চিহ্নিত চিত্র ইত্যাদি ব্যবহার করবে। প্রশ্ন কমন না পড়লে হতাশ হবে না। বরং প্রশ্নটি বারবার পড়ে যতটুকু বুঝবে, তোমার ধারণা থেকে ততটুকু উত্তর লিখবে। পরামর্শ হলো, সময়ের অপচয় না করে পরীক্ষার রুটিন অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করা। শুধু পড়লেই চলবে না, সেই সঙ্গে প্রয়োজন ঠিকমতো খাওয়াদাওয়া ও নিয়মমতো ঘুম। কোনো অনিয়ম করবে না। সব ধরনের অস্থিরতা ঝেড়ে ফেলে পরীক্ষার জন্য মানসিকভাবে প্রস্তুত হও।

সুমন কুমার পাণ্ডে, অধ্যক্ষ, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা