অধ্যায় ৮
২৬. প্রতিফলন কত প্রকার?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৪
২৭. কোন রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য ছোট?
ক. সবুজ খ. হলুদ
গ. নীল ঘ. লাল
২৮. কোনো বস্তুর রৈখিক বিবর্ধন 1 থেকে ছোট হলে দর্পণটি—
i. সমতল
ii. অবতল
iii. উত্তল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. এক লোক দর্পণের সামনে দাঁড়িয়ে নিজ দৈর্ঘ্যের চেয়ে দ্বিগুণ দৈর্ঘ্যের প্রতিবিম্ব দেখতে পান। বিম্বের রৈখিক বিবর্ধনের মান কত?
ক. 0.5 খ. 1
গ. 2 ঘ. 4
৩০. একটি সমতল দর্পণ থেকে কোনো বস্তুর দূরত্ব ২ মিটার হলে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত মিটার?
ক. 4 খ. 3
গ. 2 ঘ. 1
৩১. সম্পূর্ণ ঘর আলোকিত হয় নিচের কোনটির কারণে?
ক. নিয়মিত প্রতিফলন
খ. ব্যাপ্ত প্রতিফলন
গ. প্রতিসরণ
ঘ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
সঠিক উত্তর
অধ্যায় ৮: ২৬. খ ২৭. গ ২৮. গ ২৯. গ ৩০. ক ৩১. খ