শেষ মুহূর্তেঃ
পরীক্ষার্থীদের উচিত হবে ঠান্ডা মাথায় পুরো বই পড়া। কারণ, দুই বছর ধরে তারা খুব তাড়াহুড়ো করে পড়েছে। এর ফলে অনেক বিষয় মাথা থেকে সরে গেছে। তাই পরীক্ষার আগে শিক্ষার্থীদের উচিত হবে পুরো বই তন্নতন্ন করে একবার পড়ে নেওয়া।
পরীক্ষার সময় সবচেয়ে বেশি যেটি দরকার, সেটি হলো বিশ্রাম। খাবারদাবারেও একটু সচেতন হতে হবে। বেশি বেশি পানি পান করতে হবে। শাকসবজিও প্রয়োজনমতো খেতে হবে। আর দিন শেষে রাতের ঘুমটা পুরোপুরি হতে হবে
পরীক্ষার হলে আগে প্রশ্নটা ভালো করে পড়তে হবে। তারপর প্রশ্নের উত্তর দেওয়াটাই যুক্তিযুক্ত।
মৌলিক শিক্ষকেরা পরীক্ষার্থী খাতায় মার্জিন দিল কি না, কিংবা লেখা বেশি সুন্দর কি না, তা দেখেন না। তাঁরা দেখেন—পরীক্ষার্থী প্রশ্নে যেটি চেয়েছে, সেটির উত্তর দিল কি না।
আজকাল অভিভাবকেরা সন্তানদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেন, যা উচিত নয়। পরীক্ষার সময় সন্তানদের যেন ফল নিয়ে বাড়তি চাপ না দেন। কারণ, চাপ দিলে সেটি তার পরীক্ষায় প্রভাব পড়বে।
মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী, অধ্যক্ষ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম