অধ্যায় ১
২৭. অতিরিক্ত চলতি সম্পদ বজায় রাখলে
কী হয়?
ক. তারল্য ঝুঁকি বৃদ্ধি পায়
খ. সুযোগ ব্যয় বৃদ্ধি পায়
গ. মুনাফা বৃদ্ধি পায়
ঘ. উৎপাদন বিঘ্নিত হয়
২৮. একটি কোম্পানির মুনাফা পরিমাপের নির্ণায়ক কী?
ক. শেয়ারপ্রতি আয়
খ. শেয়ারপ্রতি ব্যয়
গ. সংরক্ষিত আয়
ঘ. শেয়ারের বাজারমূল্য
২৯. সরকারি অর্থায়নে প্রথম কোনটি নির্ধারণ করা হয়?
ক. কর খ. আমদানি শুল্ক
গ. অনুদান ঘ. রাজস্ব ব্যয়
৩০. ‘Arbitrage pricing theory’ উদ্ভাবন করেন কে?
ক.অ্যাডাম স্মিথ
খ. স্টিফেন স্মিথ
গ. স্টিফেন রস
ঘ. কার্ল মার্ক্স
অধ্যায় ৩
১. কোন বার্ষিকবৃত্তি মেয়াদ শেষে পরিশোধ করা হয়?
ক. সাধারণ বার্ষিকবৃত্তি
খ. অগ্রিম বার্ষিকবৃত্তি
গ. চক্রবৃদ্ধিকরণ
ঘ. বিলম্বিত বার্ষিকবৃত্তি
২. অর্থের ক্রয় ক্ষমতাকে অর্থের কী বলা হয়?
ক. মূল্য খ. প্রয়োজন
গ. অভাব ঘ. সক্ষমতা
৩. বিধি-৭২ অনুযায়ী ৫০০ টাকা ৯ বছরে দ্বিগুণ হতে হলে সুদের হার কত হতে হবে?
ক. ৮% খ. ৯%
গ. ১০% ঘ. ১১%
৪. অর্থের সময়মূল্যের কারণ কী?
ক. বছর খ. তারল্য
গ. সুদের হার ঘ. অ্যানুইটি
৫. বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কী বলে?
ক. চক্রবৃদ্ধিকরণ খ. বাট্টাকরণ
গ. বার্ষিকবৃত্তি ঘ. গুণকরণ
সঠিক উত্তর
অধ্যায় ১: ২৭. খ ২৮. ক ২৯. ঘ ৩০. গ
অধ্যায় ৩: ১. ক ২. ক ৩. ক ৪. গ ৫. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল