অধ্যায় ৭
১৬. নিচের কোন স্থানীয় সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় না?
ক. ইউনিয়ন পরিষদ
খ. পৌরসভা
গ. উপজেলা পরিষদ
ঘ. জেলা পরিষদ
১৭. ক্ষমতা বণ্টনের নীতির ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. ৫ ভাগে খ. ৪ ভাগে
গ. ৩ ভাগে ঘ. ২ ভাগে
১৮. জনগণের ভোটে যে সরকারের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন, সে নির্বাচিত সরকারকে কী বলা হয়?
ক. রাজতান্ত্রিক
খ. একনায়কতন্ত্র
গ. প্রজাতান্ত্রিক
ঘ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
১৯. যে সরকারে কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে, তাকে কোন ধরনের সরকার বলা হয়?
ক. এককেন্দ্রিক সরকার
খ. যুক্তরাষ্ট্রীয় সরকার
গ. রাজতান্ত্রিক সরকার
ঘ. একনায়কতান্ত্রিক সরকার
২০. আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
২১. গণতন্ত্রে সাধারণত থাকে—
i. জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে
ii. সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে
iii. জনগণ সব ক্ষমতার উৎস
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii
গ. i ঘ. i, ii ও iii
২২. সরকারের বিভাগ হলো—
i. বিচার বিভাগ ii. আইন বিভাগ
iii. শাসন বিভাগ
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii
গ. i ঘ. i, ii ও iii
২৩. সরকারের ধরনগুলোর ভিত্তিতে বাংলাদেশের সরকারব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কতটি?
ক. ২টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
২৪. সংবিধান কী?
ক. রাষ্ট্র পরিচালনার মূল দলিল
খ. রাষ্ট্র পরিচালনার হাতিয়ার
গ. রাষ্ট্র পরিচালনার কৌশল
ঘ. রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ড
২৫. কী অনুযায়ী রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালিত হয়?
ক. রাষ্ট্রপতির আইন অনুযায়ী
খ. সংবিধান অনুযায়ী
গ. প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী
ঘ. প্রচলিত প্রথা অনুযায়ী
সঠিক উত্তর
অধ্যায় ৭: ১৬. ঘ ১৭. ঘ ১৮. গ ১৯. ক ২০. ক ২১. ঘ ২২. ঘ ২৩. খ ২৪. ক ২৫. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল