গরবিনী মা-জননী
২৯. ‘পাগল ছেলে’ বলতে কবি ‘গরবিনী মা-জননী’ কবিতায় কী বুঝিয়েছেন?
ক. নিঃস্বার্থ সংগ্রামী যুবকদের
খ. দুর্ব্যবহারকীদের
গ. বাংলার মুক্তিকামী বিদ্রোহী ও তরুণ যুবকদের
ঘ. বাংলার বিদ্রোহী ও তরুণ যুবকদের
৩০. ‘মরণ-মায়ের দণ্ড’ কথাটি দিয়ে কবি সিকান্দার আবু জাফর কী বোঝাতে চেয়েছেন?
ক. মারামারি জন্য শাস্তি
খ. মরণের আঘাত থেকে প্রাপ্ত শাস্তি
গ. মৃত্যুর জন্য দণ্ড
ঘ. পাক সেনাদের যুদ্ধংদেহী মনোভাব
৩১. দেশ মাতার গর্বিত হয়ে ওঠার কারণ—
ক. বাংলার মানুষের জন্য
খ. পুণ্যবতী-ভাগ্যবতী হওয়ার জন্য
গ. ভাষার জন্য
ঘ. তার সম্পদশালী হওয়ার জন্য
৩২. বাংলাদেশ গর্বিত কেন?
ক. বাংলার সবুজ মাঠের জন্য
খ. বাঙালির কর্মব্যস্ততার জন্য
গ. সন্তানের শিক্ষার জন্য
ঘ. সন্তানদের যথাসময়ে সংগ্রামী হয়ে
ওঠার জন্য
৩৩. ‘গরবিনী মা-জননী’ কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে?
ক. মুক্তিযুদ্ধের চেতনা
খ. সাংস্কৃতিক ঐতিহ্য গ. প্রকৃতি প্রেম
ঘ. স্বদেশপ্রেম জাগ্রত করা
৩৪. কবি সিকান্দার আবু জাফর পাকিস্তানের কিসের বিরুদ্ধে প্রতিবাদ করেন?
ক. সংস্কৃতি ও কায়েমী স্বার্থ
খ. সমাজনীতি ও ধর্মনীতি
গ. শাসন ও শোষণ
ঘ. রাজনীতি ও অর্থনীতি
৩৫. সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯১৮ খ. ১৯১৯
গ. ১৯২০ ঘ. ১৯২১
৩৬. সিকান্দার আবু জাফর কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭২ খ. ১৯৭৩
গ. ১৯৭৪ ঘ. ১৯৭৫
৩৭. কারা মরণ মায়ের দণ্ড গোনে
ক. ডাক্তার খ. প্রকৌশলী
গ. শিল্পী ঘ. কামার-কুমার
সঠিক উত্তর
গরবিনী মা-জননী: ২৯. গ ৩০. খ ৩১. খ ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. গ ৩৫. খ ৩৬. ঘ ৩৭. ঘ
আমিনুল ইসলাম, প্রভাষক
উত্তরা মডেল স্কুল, ঢাকা