বাংলা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

সেই অস্ত্র

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

কবির সাহেব যুদ্ধের ভয়াবহতা অনুভব করে যুদ্ধকে বর্জন করার কথা সব সময় বলে থাকেন। তিনি মনে করেন ভালোবাসার মাধ্যমে এই পৃথিবীতে শা​ন্তি প্রতিষ্ঠা করা সম্ভব।

১. উদ্দীপকের কবির সাহেবের সাথে সাদৃশ্য রয়েছে ‘সেই অস্ত্র’ কবিতার কার সাথে?

ক. আহসান হাবীব

খ. শামসুর রাহমান

গ. সৈয়দ শামসুল হক

ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ

২. উপযু​র্ক্ত কবি ছিলেন—

i. সাহিত্য সম্পাদক

ii. বাংলাদেশ সরকারের মন্ত্রী

iii. আশাবাদী মানুষ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩. ‘সমাবিষ্ট’ বলতে কী বোঝায়?

ক. সমভাবে শায়িত

খ. সমভাবে বণ্টিত

গ. সমভাবে আবিষ্ট

ঘ. সমভাবে বঞ্চিত

৪. ‘সেই অমোঘ অনন্য অস্ত্র আমাকে ফিরিয়ে দাও’ এখানে ‘অমোঘ’ শব্দটি যে অর্থে ব্যবহৃত কী হয়েছে?

ক. অবশ্যম্ভাবী খ. ব্যর্থ

গ. সম্ভাবনা ঘ. অকৃতকার্য

৫. ‘পাখি’ শব্দের সমার্থক শব্দগুচ্ছ নিচের কোনটি?

ক. কলকণ্ঠ, পিক খ. হয়, পক্ষী

গ. বিহগ, দ্বিজ ঘ. কলাপী, কেকা

৬. যে অস্ত্র উত্তোলিত হলে — নীড়ে ঘুমাবে। এই শূন্যস্থানে গ্রহণযোগ্য শব্দ নিচের কোনটি?

ক. মানুষ খ. জন্তুরা

গ. পশুরা ঘ. পাখিরা

৭. ‘অমোঘ’ শব্দের অর্থ হলো—

i. অব্যর্থ ii. সার্থক

iii. অবশ্যম্ভাবী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮. মানব বসতির বুক মুহূর্তের অগ্ন্যুৎপাত—এখানে ‘মুহূর্তের অগ্ন্যুৎপাত’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. চাকচিক্য খ. ক্ষমতা

গ. ভয়াবহতা ঘ. সময় অর্থে

৯. কবি আহসান হাবীব একদিকে যেমন ভালোবাসার কথা বলেছেন, তেমনি অন্যদিকে দূর করতে বলেছেন—

ক. নৃশংসতা খ. বিদ্বেষ

গ. পরনিন্দা ঘ. পরশ্রীকাতরতা

সঠিক উত্তর

সেই অস্ত্র: ১. ক ২. খ ৩. গ ৪. ক ৫. গ ৬. ঘ
৭. ঘ ৮.গ ৯. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা