এসএসসি পরীক্ষা–২০২১: সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ১২
৩৯. পাকিস্তান প্রতিষ্ঠার পরবর্তীকালে সবচেয়ে বড় আন্দোলন ছিল কোনটি?
ক. ভাষা আন্দোলন
খ. শিক্ষা আন্দোলন
গ. ছয় দফা আন্দোলন
ঘ. উনসত্তরের গণঅভ্যূত্থান
৪০. ১৯৬৮ সালের ৬ ডিসেম্বর কোন দিবসের জনসভা অনুষ্ঠিত হয়?
ক. ‘নির্যাতন প্রতিরোধ দিবস’
খ. গণতন্ত্র দিবস
গ. ‘জুলুম প্রতিেরাধ দিবস’
ঘ. জনসংখ্যা দিবস
৪১. ১৯৬৮ সালের ৬ ডিসেম্বর জনসভার পর জনতা কোন হাউস ঘেরাও করেন?
ক. প্রেসিডেন্ট হাউস খ. গভর্নর হাউস
গ. গণভবন ঘ. অ্যালার্ট হাউস
৪২. আওয়ামী লীগ ‘নির্যাতন প্রতিরোধ দিবস’ পালন করে ১৯৬৮ সালের কত তারিখে?
ক. ৭ ডিসেম্বর খ. ৮ ডিসেম্বর
গ. ৯ ডিসেম্বর ঘ. ১০ ডিসেম্বর
৪৩. ১৯৬৯ সালের মার্চ মাসে কত লোক সেনাবাহিনীর গুলিতে নিহত হন?
ক. ৮০ খ. ৮৫
গ. ৯০ ঘ. ৯৫
৪৪. গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠিত হয় কয়টি রাজনৈতিক দল নিয়ে?
ক. ৬ খ. ৭
গ. ৮ ঘ. ৯
সঠিক উত্তর
অধ্যায় ১২: ৩৯. ঘ ৪০. গ ৪১. খ ৪২. ঘ ৪৩. গ ৪৪. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল