এসএসসি পরীক্ষা–২০২১: সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ১২
৬৭. ছয় দফা কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত ছিল—
i. মিলিশিয়া বাহিনী গঠন
ii. একই মুদ্রাব্যবস্থা চালু
iii. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা চালু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
৬৮. ছয় দফার মূল লক্ষ্য ছিল—
i. বাঙালি মুসলমানদের অধিকার আদায়
ii. বাঙালির অর্থনৈতিক মুক্তি
iii. স্বতন্ত্র রাজনৈতিক সত্তা হিসেবে প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
৬৯. ছয় দফা ছিল—
i. পূর্ব বাংলার বাঙালির মুক্তির সনদ
ii. বঙ্গবন্ধুর উত্থাপিত দাবি
iii. স্বাধীনতা ঘোষণা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
৭০. বঙ্গবন্ধুর ছয় দফা কর্মসূচি পূর্ব পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে কত সালে?
ক. ১৯৬৫ খ. ১৯৬৬
গ. ১৯৬৭ ঘ. ১৯৬৮
৭১. আগরতলা মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আইনজীবী ছিলেন কে?
ক. আবদুস সালাম খান
খ. স্যার উইলিয়াম কেরি
গ. স্যার টমাস উইলিয়াম এমপি
ঘ. আবদুস সোবান খান
সঠিক উত্তর
অধ্যায় ১২: ৬৭. ঘ ৬৮. গ ৬৯. ক ৭০. খ ৭১. গ