বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১২

৭২. আগরতলা মামলা দায়ের করা হয় কত সালে?

ক. ১৯৬৬ খ. ১৯৬৭

গ. ১৯৬৮ ঘ. ১৯৬৯

৭৩. স্যার টমাস উইলিয়াম এমপি কোন দেশের আইনজীবী ছিলেন?

ক. যুক্তরাষ্ট্রের খ. ভারতের

গ. যুক্তরাজ্যের ঘ. ইরানের

৭৪. ‘ব্যক্তি–স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা’ কোন দফার অন্তর্ভুক্ত একটি দাবি?

ক. ১৮ দফার খ. ১১ দফার

গ. ৬ দফার ঘ. ৮ দফার

৭৫. ১১ দফা আন্দোলনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল—

i. বাক্​স্বাধীনতা

ii. জুলুম হ্রাস

iii. জরুরি আইন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৬. িবক্ষুব্ধ জনতা ‘দৈনিক পাকিস্তান’ ও ‘মর্নিং নিউজ’ অফিসে আগুন লাগিয়ে দেয় কত তারিখে?

ক. ২১ জানুয়ারি ১৯৬৯

খ. ২২ জানুয়ারি ১৯৬৯

গ. ২৩ জানুয়ারি ১৯৬৯

ঘ. ২৪ ফেব্রুয়ারি ১৯৬৯

৭৭. গণ–অভ্যুত্থানের সময় পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন কে?

ক. নূরুল আমিন সরকার

খ. নাজিমুদ্দীন

গ. মোনায়েম খান ঘ. আইয়ুব খান

সঠিক উত্তর

অধ্যায় ১২: ৭২. গ ৭৩. গ ৭৪. খ ৭৫. ঘ ৭৬. ঘ ৭৭. গ