অধ্যায় ৬
১. আইরিশের মাঝখানে ছেট ছিদ্রটিকে কী বলে?
ক. রড খ. কোন
গ. পিউপিল ঘ. সিলিয়ারি
২. অন্তঃকর্ণ কয়টি প্রধান প্রকোষ্ঠে বিভক্ত?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৩. কোনটি বহিঃকর্ণের অংশ?
ক. পিনা খ. ইউট্রিকুলাস
গ. স্যাকুলাস ঘ. অস্থি
৪. পিনার ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক?
ক. কানের ভেতরের অংশ
খ. অস্থি নির্মিত অংশ
গ. মাংসবিহীন অংশ
ঘ. মাংস ও কোমলাস্থি দ্বারা গঠিত
৫. মধ্যকর্ণে কী থাকে?
ক. রক্তনালিকা খ. বায়ুপূর্ণ থলি
গ. জেলির মতো পদার্থ
ঘ. জলীয় পদার্থ
৬. কানের সঙ্গে গলার সংযোগের জন্য একধরনের কী থাকে?
ক. অস্থি খ. নল
গ. পেশি ঘ. তরুণাস্থি
৭. অডিটরি ক্যাপসুল কী?
ক. একধরনের অস্থি
খ. একধরনের তরুণাস্থি
গ. একধরনের পেশি
ঘ. একধরনের তন্ত্র
৮. সূক্ষ্ম লোমের উপস্থিতি রয়েছে কোন কর্ণে?
ক. পিনাস খ. কর্ণপটহে
গ. স্যাকুলাসে ঘ. অন্তঃকর্ণে
৯. কানের সমস্যায় কোন রোগ দেখা দিতে পারে?
ক. বধিরতা খ. অন্ধত্ব
গ. রিকেটস রোগ ঘ. রাতকানা
সঠিক উত্তর
অধ্যায় ৬: ১. গ ২. ক ৩. ক ৪. ঘ ৫. খ ৬. খ
৭. ক ৮. ঘ ৯. ক
কৃষ্ণ চন্দ্র পাল, শিক্ষক
লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা