বিভাজ্যতা - গণিত | ষষ্ঠ শ্রেণি - অধ্যায় ১ : পাঠ ৬

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মুনির হাসান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক এবং প্রথম আলোর যুব কার্যক্রম ও অনুষ্ঠান বিভাগের প্রধান।

গত পাঠে আমরা ২, ৪, ৫ এবং ১০ এর বিভাজ্যতা দেখেছিলাম। একটা জিনিস খেয়াল রাখবা আমরা যদি বিভাজ্যতা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা উপরের লেভেলের গণিত খুব সহজেই বুঝতে পারব।

আজকের আলোচ্য বিষয়ঃ

বিভাজ্যতা

(৩, ৬ এবং ৯ এর বিভাজ্যতা)

আরও পড়ুন