পর্ব ১০
ব্যঞ্জনধ্বনি - বাংলা ব্যাকরণ ও নির্মিতি | অষ্টম শ্রেণি - অধ্যায় ২ (ধ্বনি ও বর্ণ) : পাঠ ২
অষ্টম শ্রেণির পড়াশোনা
প্রিয় শিক্ষার্থীরা, আমি তারিক মনজুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।
গত পর্বে আমরা আলোচনা করেছিলাম স্বরধ্বনি নিয়ে। সেখানে আমরা স্বরধ্বনির বিভিন্ন প্রকার ও তাদের প্রয়োগ সম্পর্কেও আলোচনা করেছি।
আজকের আলোচ্য বিষয়ঃ
ব্যঞ্জনধ্বনি
১. কণ্ঠ্যধ্বনি
২. তালব্যধ্বনি
৩. মূর্ধণ্যধ্বনি
৪. দন্ত্যধ্বনি
৫. ওষ্ঠ্যধ্বনি