অধ্যায় ১০
৫৯. মেঘনা নদী বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে?
ক. কুড়িগ্রাম খ. সিলেট
গ. রাঙ্গামাটি ঘ. চট্টগ্রাম
৬০. প্লাইস্টোসিনকালের সোপানের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য—
i. বাংলাদেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ -পূর্বাঞ্চলে বিভক্ত
ii. ২৫ হাজার বছর পূর্বে সৃষ্ট ভূমিরূপ
iii. প্লাবন সমভূমির চেয়ে তুলনামূলকভাবে উঁচু হওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬১. ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল কোথায়?
ক. গঙ্গোত্রি হিমবাহ খ. মানস সরোবর
গ. বরাক ঘ. লুসাই পর্বত
৬২. বাংলাদেশের শীতলতম মাসের গড় তাপমাত্রা কত?
ক. ১১০ সে. খ. ১৭.৭০ সে.
গ. ২৭০ সে. ঘ. ২৯০ সে.
৬৩. নিচের কোনটি যমুনা নদীর উপনদী?
ক. করতোয়া খ. ধলেশ্বরী
গ. বুড়িগঙ্গা ঘ. মহানন্দা
৬৪. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো—
ক. ভারত খ. বাংলাদেশ
গ. পাকিস্তান ঘ. শ্রীলঙ্কা
৬৫. বাংলাদেশের ওপর দিয়ে কাল্পনিক কোন রেখাটি অতিক্রম করেছে?
ক. কর্কটক্রান্তি রেখা
খ. মকরক্রান্তি রেখা
গ. বিষুবরেখা ঘ. সমাক্ষরেখা
৬৬. ধরলা, তিস্তা কোন নদীর উপনদী?
ক. পদ্মা খ. মেঘনা
গ. যমুনা ঘ. ব্রহ্মপুত্র
সঠিক উত্তর
অধ্যায় ১০: ৫৯. খ ৬০. গ ৬১. খ ৬২. খ ৬৩. ক ৬৪. খ ৬৫. ক ৬৬. খ