অধ্যায় ১০
৬৭. টারশিয়ারি যুগের পাহাড়গুলো কী দিয়ে গঠিত?
i. বেলে পাথর
ii. শেল
iii. কর্দম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৮. ১ নটিক্যাল মাইল = কত কিলোমিটার?
ক. ১.৮৫২ খ. ১.৮৯২
গ. ২.৮৫২ ঘ. ২.৮৭২
৬৯. মৌসুমী বায়ু—
i. বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য
ii. পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত হয়
iii. বাংলাদেশে তখন বর্ষাকাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭০. কর্ণফুলী নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার?
ক. ২৭৪ খ.২৮৪
গ. ২৯৮ ঘ. ৩২৪
৭১. টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে কয়টি ভাগে ভাগ করা যায়?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৭২. লালমাই পাহাড়ের আয়তন কত?
ক. ৩০ বর্গকিলোমিটার
খ. ৩৪ বর্গকিলোমিটার
গ. ৪২ বর্গকিলোমিটার
ঘ. ৪৮ বর্গকিলোমিটার
৭৩. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
ক. ক্রিওক্রাডং খ. তাজিনডং
গ. গারো পাহাড় ঘ. লালমাই পাহাড়
সঠিক উত্তর
অধ্যায় ১০: ৬৭. ঘ ৬৮. ক ৬৯. ঘ ৭০. ক ৭১. ক ৭২. খ ৭৩. খ