শিশু–কিশোরদের জন্য স্ক্র্যাচ প্রোগ্রামিং কর্মশালা অনুষ্ঠিত

পর্দার ডান দিকে একটি ছোট মঞ্চ। সেখানে নীল জামা পড়া একটি মেয়ে দাঁড়িয়ে। অনুষ্ঠান শুরুর পরপরই মেয়েটি নাচতে নাচতে মঞ্চের এক পাশ থেকে অন্য পাশে চলে গেল। বাংলা ভাষায় কয়েকটি ছোট ছোট প্রোগ্রামিং ব্লক সাজিয়ে এ অনুষ্ঠান তৈরি করেছে রাজধানীর আগারগাঁও তালতলা আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মীম আক্তার। বাংলাতে এত সহজে এমন কাজ করা যায়, এটি তার জানাই ছিল না।
গতকাল সোমবার ঢাকার আগারগাঁও-এ অবস্থিত জহির স্মার্ট টাওয়ারে আয়োজিত স্ক্র্যাচ প্রোগ্রামিং কর্মশালায় এমন অভিজ্ঞতা হয়েছে শিক্ষার্থীদের। এর আগে গতকাল সকালে ‘শেখ রাসেল দিবস–২০২১’ উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের (সিএসএল) যৌথ আয়োজনে দিনব্যাপী ‘শেখ রাসেল দিবস স্ক্র্যাচ কর্মশালা’ উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার। এ সময় তিনি ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বের কাতারে যাওয়ার জন্য শিশু-কিশোরদের প্রোগ্রামিং দক্ষতা বাড়ানোর জন্য আহ্বান জানান। তিনি বলেন, কম্পিউটার প্রোগ্রামিং শেখার মাধ্যমে শুধু প্রোগ্রামার নয়, বরং সমস্যা সমাধানে দক্ষতা তৈরি হয়।

এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি শাহিদ-উল-মুনীর, যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পরিচালক (চ্যানেল সেলস) মুজাহিদ আল রিবুনী, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমুখ। কর্মশালার উদ্বোধন করে মন্ত্রী এ ধরনের আয়োজন সারা দেশে ছড়িয়ে দিতে আহ্বান জানান। ঢাকার জহির স্মার্ট টাওয়ারে এ আয়োজনে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এবং গিগাবাইট টেকনোলজি সহযোগিতা করেছে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে একটি দক্ষ জাতি গড়ার উদ্দেশ্যে বাংলাদেশে স্কুল পর্যায় থেকে প্রোগ্রামিং শেখার চল শুরু হয়েছে। কিন্তু প্রোগ্রামিংয়ের ভাষা স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সহজবোধ্য নয়। সম্প্রতি কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের সহযোগিতায় প্রোগ্রামিং ভাষা স্ক্র্যাচকে (Scratch.mit.edu) বাংলা ভাষায় রূপান্তর করার কাজ করেছে বিডিওএসএন। এর ফলে স্ক্র্যাচ ওয়েবসাইটে বাংলা ভাষা যুক্ত হয়েছে। দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং চর্চাকে জনপ্রিয় এবং সহজতর করে তোলার লক্ষ্যে স্ক্র্যাচ প্রোগ্রামিং ভাষাকে বাংলায় ভাষান্তর করার সুফল পাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সব পর্যায়ের প্রযুক্তিপ্রেমীরা। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে স্ক্র্যাচের পরিচিতি ঘটাতেই আজ সারা দিনব্যাপী স্ক্র্যাচ কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালার পরিচালক বিডিওএসএনের প্রোগ্রাম অফিসার মোশাররফ হোসেন জানান, এ কর্মশালাতে শিক্ষার্থীরা বাংলা ভাষাতে প্রোগ্রামিং করার সুযোগ পেয়েছে। এ কারণে মাত্র এক ঘণ্টার নিবিড় প্রশিক্ষণ শেষে সবাই একটি ছোট অ্যানিমেশন তৈরি করতে সক্ষম হয়েছে।

ঢাকার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেজি থেকে ১০ম শ্রেণির ৬৩ শিক্ষার্থী ৪টি গ্রুপে এ কর্মশালায় অংশগ্রহণ করে। স্কুলগুলোর মধ্যে রয়েছে আগারগাঁও তালতলা সরকারি আদর্শ উচ্চবিদ্যালয়, মতিঝিল মডেল উচ্চবিদ্যালয়, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, লিটল জুয়েলস স্কুল, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকা রয়্যাল স্কুল ইত্যাদি।