ষষ্ঠ শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৬১. ক্ষমতার দিক থেকে বড় কম্পিউটার কোনটি?

ক. সুপার কম্পিউটার

খ. মেইনফ্রেম কম্পিউটার

গ. মিনি কম্পিউটার

ঘ. মাইক্রো কম্পিউটার

৬২. নিচের কোনটি থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা যায়?

ক. র‍্যাম খ. রম

গ. ডেটা টেপ ঘ. ইপিরম

৬৩. কম্পিউটারের তথ্য পকেটে নিয়ে ঘোরার জন্য কী ব্যবহার করা হয়?

ক. হার্ডডিস্ক খ. পেনড্রাইভ

গ. সিডি র‍্যাম ঘ. ইপিরম

৬৪. CD–এর পূর্ণরূপ কী?

ক. Compact Disk

খ. Contact Disk

গ. Contact Drive

ঘ. Comparet Disc

৬৫. মাদারবোর্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলেকট্রনিকস ডিভাইস কোনটি?

ক. র‍্যাম খ. প্রসেসর

গ. হার্ডডিস্ক ঘ. রম

৬৬. স্যাটেলাইট কী?

ক. তথ্য আদানপ্রদান করার যন্ত্র

খ. গান শোনার যন্ত্র

গ. লেখালেখি করার যন্ত্র

ঘ. তথ্য প্রদান করার যন্ত্র

৬৭. কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি?

ক. মেমোরি খ. প্রসেসর

গ. ইনপুট ডিভাইস ঘ. আউটপুট ডিভাইস

৬৮. মাদারবোর্ডে সংযুক্ত থাকে?

i. র‍্যাম

ii. ডিস্ক ড্রাইভ

iii. প্রসেসর

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

৬৯. ইউনিক্স কী?

ক. অ্যাপ্লিকেশন সফটওয়্যার

খ. প্যাকেজ সফটওয়্যার

গ. কাস্টমাইজ সফটওয়্যার

ঘ. অপারেটিং সিস্টেম সফটওয়্যার

৭০. অপারেটিং সিস্টেম সফটওয়্যার কোথায় সংরক্ষিত থাকে?

ক. র‍্যাম খ. রমে

গ. হার্ডডিস্কে ঘ. পেনড্রাইভে

সঠিক উত্তর

অধ্যায় ২: ৬১.ক ৬২.ক ৬৩.খ ৬৪.ক ৬৫.খ ৬৬.ক ৬৭.খ ৬৮.ঘ ৬৯.ঘ ৭০.গ

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)