ষষ্ঠ শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

৩১. তথ্যের মৌলিক একক কোনটি?

ক. ফিল্ড খ. উপাত্ত

গ. রেকর্ড ঘ. সেল

৩২. তথ্যকে বিশ্লেষণ করলে কী বের হয়ে আসে?

ক. জ্ঞান খ. প্রেক্ষাপট

গ. ঘটনা ঘ. উপাত্ত

৩৩. বাংলাদেশে একে–অন্যের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটি?

ক. টেলিফোন খ. মোবাইল ফোন

গ. ই-মেইল ঘ. ফেসবুক

৩৪. ব্যক্তিগত ও সমাজজীবনে যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় —

i. মোবাইল ফোনে এসএমএস

ii. ই-মেইল

iii. ইন্টারনেট

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

৩৫. আশরাফ আলী কোন প্রযুক্তির মাধ্যমে বড় পর্দায় খেলা দেখেছিল?

ক. টেলিভিশন

খ. রেডিও

গ. মাল্টিমিডিয়া প্রজেক্টর

ঘ. ইন্টারনেট

৩৬. বিশ্বের বৃহত্তম বইয়ের দোকানটি এখন কোথায় অবস্থিত?

ক. ই-কমার্সে খ. ইন্টারনেটে

গ. ফ্যাক্সে ঘ. ই-মেইলে

৩৭. হাসপাতালে চিকিত্সা ক্ষেত্রে কোন প্রযুক্তিটি ব্যবহৃত হয়?

ক. সিসি টিভি

খ. এটিএম মেশিন

গ. সিটি স্ক্যান মেশিন

ঘ. মাল্টিমিডিয়া প্রজেক্টর

৩৮. কোনটির মাধ্যমে দূরবর্তী স্থানে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া যায়?

ক. টেলিভিশন খ. টেলিমেডিসিন

গ. ওয়েবসাইট ঘ. ইন্টারনেট

৩৯. বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয় কোনটি?

ক. আইসিটি খ. কম্পিউটার

গ. রেডিও ঘ. টিভি

৪০. ICT-এর পূর্ণরূপ কী?

ক. Information and communication Technology

খ. Informative and communication Technology

গ. Internet and communication Technology

ঘ. Information and communicative Technology

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.খ ৩২.ক ৩৩.খ ৩৪.ঘ ৩৫.গ ৩৬.খ ৩৭.গ ৩৮.খ ৩৯.ক ৪০.ক

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি-প্রশ্ন (২১-৩০)