ষষ্ঠ শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

১১. বারকোড পড়ার জন্য কোন ইনপুট ডিভাইসটি কম্পিউটারের সঙ্গে যুক্ত করতে হয়?

ক. স্ক্যানার খ. প্রিন্টার

গ. মাইক্রোফোন ঘ. বারকোড রিডার

১২. পরীক্ষার খাতা পড়তে ব্যবহার করা হয় কোন যন্ত্রটি?

ক. বারকোড রিডার

খ. ওএমআর

গ. স্ক্যানার

ঘ. প্রিন্টার

১৩. ইনপুট ডিভাইস হলো —

i. জয়স্টিক

ii. ওয়েবক্যাম

iii. ভিডিও ক্যামেরা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪. কম্পিউটার ডেটা এন্ট্রি করার যন্ত্র হলো —

i. মাউস

ii. ওএমআর

iii. স্ক্যানার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫. কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ অংশ কী?

ক. সিপিইউ খ. মাদার বোর্ড

গ. মেমোরি ঘ. মাউস

১৬. কোনটিতে তথ্য সাময়িকভাবে রাখা হয়?

ক.র‍্যাম খ. হার্ড ড্রাইভ

গ. পেনড্রাইভ ঘ. ডিস্ক

১৭. ROM–এর পূর্ণরূপ কী?

ক. Read only Memory

খ. Read only Money

গ. Read only Manage

ঘ. Read only Management

১৮. নিচের কোনটি স্থায়ী মেমোরি?

ক. RAM খ. ROM

গ. ওয়েবক্যাম ঘ. ওএমআর

১৯. বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কোনটি থেকে যাবতীয় তথ্য মুছে যায়?

ক. RAM খ. রম

গ. ফ্লাসমেমোরি ঘ. স্টোরেজ ডিভাইস

২০. সবচেয়ে বড় স্টোরেজ ডিভাইসের নাম কি?

ক. RAM খ. ROM

গ. Hard disk ঘ. CD

সঠিক উত্তর

অধ্যায় ২: ১১.ঘ ১২.খ ১৩.ঘ ১৪.ঘ ১৫.গ ১৬.ক ১৭.ক ১৮.খ ১৯.খ ২০.গ

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

পূর্বের দিনের পড়া