ষষ্ঠ শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

২১. USB–এর পূর্ণরূপ কী?

ক. Universal Serial Bus

খ. Unit Serial Bus

গ. Unique Serial Bus

ঘ. Universal Select Bus

২২. এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য নেওয়ার সহজ মাধ্যম কোনটি?

ক. হার্ডডিস্ক ড্রাইভ খ. RAM

গ. রম ঘ. পেনড্রাইভ

২৩. পেনড্রাইভ কোন ধরনের ডিভাইস?

ক. ইনপুট

খ. আউটপুট

গ. স্টোরেজ

ঘ. একই সাথে ইনপুট ও আউটপুট

২৪. OS-এর পূর্ণরূপ কী?

ক. Open system

খ. Operating System

গ. Open software

ঘ. On Switch

২৫. অপারেটিং সিস্টেমের প্রধান কাজ কী?

ক. ইনপুট-আউটপুট অপারেশন

খ. ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ

গ. প্রোগ্রাম পরিচালনা

ঘ. বিভিন্ন ডিভাইসের ত্রুটি নির্ণয়

২৬. সফটওয়্যারের অপর নাম কী?

ক. ডেটা খ. প্রোগ্রাম

গ. অ্যাপ্লিকেশন ঘ. সিস্টেম

২৭. PC–এর পূর্ণ রূপ কী?

ক. Personal Camera

খ. Permanent Computer

গ. Personal Computer

ঘ. Personal Company

২৮. ম্যাক কী?

ক. কম্পিউটার খ. অপারেটিং সিস্টেম

গ. মেমোরি ঘ. হার্ডওয়্যার

২৯. কোনটি মুক্ত অপারেটিং সিস্টেম?

ক. ম্যাক খ. ইউনিক্স

গ. লিনাক্স ঘ. উইন্ডোজ

৩০. বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের অনেকেই কী বিক্রি করেন?

ক. ইলেকট্রনিকস

খ. ডায়মন্ড

গ. প্যাকেজ সফটওয়্যার

ঘ. মোবাইল

সঠিক উত্তর

অধ্যায় ২: ২১.ক ২২.ঘ ২৩.গ ২৪.খ ২৫.গ ২৬.খ ২৭.গ ২৮.খ ২৯.গ ৩০.গ

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

পূর্বের দিনের পড়া