ষষ্ঠ শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৫১. বারকোড রিডার কোন ধরনের ডিভাইস?

ক. ইনপুট খ. আউটপুট

গ. স্টোরেজ ঘ. প্রসেসিং

৫২. স্ক্যানার কী?

ক. ইনপুট ডিভাইস

খ. মেমোরি ডিভাইস

গ. আউটপুট ডিভাইস

ঘ. প্রসেসিং ডিভাইস

৫৩. জয়স্টিক কী?

ক. ইনপুট ডিভাইস

খ. মেমোরি ডিভাইস

গ. আউটপুট ডিভাইস

ঘ. প্রসেসিং ডিভাইস

৫৪. OMR–এর পূর্ণরূপ কী?

ক. Optimat Mark Reader

খ. Optical Mark Reader

গ. Optical Mark Recognition

ঘ. Optical Magnetic Recognition

৫৫. ডিজিটাল ক্যামেরা কী?

ক. মেমোরি

খ. ইনপুট ডিভাইস

গ. আউটপুট ডিভাইস

ঘ. প্রসেসিং ডিভাইস

৫৬. ইনপুট ডিভাইস হলো —

i. মাউস

ii. প্রিন্টার

iii. বারকোড রিডার

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i ও iii

৫৭. অনলাইনে আবেদন করার জন্য কম্পিউটারে কিসের সংযোগ দিতে হয়?

ক. প্রিন্টার খ. স্ক্যানার

গ. পেনড্রাইভ ঘ. ইন্টারনেট

৫৮. RAM কী?

ক. অস্থায়ী মেমোরি

খ. স্থায়ী মেমোরি

গ. সহায়ক মেমোরি

ঘ. হার্ডডিস্ক

৫৯. কম্পিউটার সিডি থেকে কী দিয়ে তথ্য সংগ্রহ করে?

ক. শব্দ সংকেত

খ. তড়িৎ সংকেত

গ. আলোর সংকেত

ঘ. চৌম্বক সংকেত

৬০. RAM–এর পূর্ণ রূপ কী?

ক. Read Access Memory

খ. Random Access Memory

গ. Readable Access Memory

ঘ. Read Access Money

সঠিক উত্তর

অধ্যায় ২: ৫১.ক ৫২.ক ৫৩.ক ৫৪.খ ৫৫.খ ৫৬.ঘ ৫৭.ঘ ৫৮.ক ৫৯.গ ৬০.খ

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)