অধ্যায় ৩
১১. সুন্দরীগাছে দেখা যায় কোনটি?
ক. শোষক মূল খ. শ্বাসমূল
গ. জননমূল ঘ. বায়বীয় মূল
১২. শ্বাসমূল পাওয়া যায় কোন উদ্ভিদে?
ক. গরান খ. স্বর্ণলতা
গ. বট ঘ. ডালিয়া
১৩. ঠেসমূল কোনটিতে দেখা যায়?
ক. সুন্দরী খ. কেয়াগাছ
গ. গরান ঘ. গেওয়া
১৪. বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে কোনটির মূল?
ক. রাস্না খ. পান
গ. কেয়াগাছ ঘ. স্বর্ণলতা
১৫. কোন উদ্ভিদের মূল প্রজননে অংশগ্রহণ করে?
ক. মিষ্টি আলু খ. বট
গ. পান ঘ. কাকরোল
১৬. অস্থানিক মূল রূপান্তরিত হয় —
i. খাদ্য সঞ্চয়ের জন্য
ii. যান্ত্রিক ভারসাম্য রক্ষার জন্য
iii. প্রজননের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. যান্ত্রিক ভারসাম্য রক্ষায় ব্যবহৃত হয় —
i. স্তম্ভমূল
ii. শ্বাসমূল
iii. আরোহী মূল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. রাস্না উদ্ভিদ —
i. বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে
ii. বায়বীয় মূলসম্পন্ন
iii. পরাশ্রয়ী মূলসম্পন্ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. মূলের কাজ হলো —
i. মাটি থেকে পানি শোষণ করা
ii. মাটি থেকে খনিজ লবণ শোষণ করা
iii. গাছকে সোজাভাবে দাঁড় করিয়ে রাখা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. শোষক মূলের বৈশিষ্ট্য হলো —
i. ক্লোরোফিল নেই
ii. খাদ্যের জন্য অন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল
iii. প্রজননে অংশগ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১১.খ ১২.ক ১৩.খ ১৪.ক ১৫.ক ১৬.ঘ ১৭.খ ১৮.ঘ ১৯.ঘ ২০.ক
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)