সপ্তম শ্রেণি - বাংলা ১ম পত্র | লখার একুশে : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

লখার একুশে

২১. লখা মনে মনে কী বলে?

ক. অ, আ

খ. অ, আ, র, ল

গ. অ, আ, চ, ছ

ঘ. অ, আ, ক, খ

২২. প্রভাতফেরিতে লখার হাতে কী ছিল?

ক. কলম খ. ঢোল

গ. ফুলের তোড়া ঘ. ফুল

২৩. লখার হাত উপচে কী পড়ছিল?

ক. গাঁদা ফুলের মালা

খ. রক্তলাল ফুলের গুচ্ছ

গ. ফুলের তোড়া

ঘ. লাল লাল ফুল

২৪. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ — গানটির সুরকার কে?

ক. আবদুল লতিফ

খ. আবদুল গাফ্ফার চৌধুরী

গ. আলতাফ মাহমুদ

ঘ. আপেল মাহমুদ

২৫. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পুলিশ কোথায় গুলি চালায়?

ক. ছাত্রদের ওপর খ. রাস্তায়

গ. সভায় ঘ. মিছিলে

২৬. বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহার করার দাবিতে প্রথম আন্দোলন হয় কত সালে?

ক. ১৯৪৮ খ. ১৯৪৯

গ. ১৯৫০ ঘ. ১৯৫১

২৭. ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ পায় কত সালে?

ক. ১৯৪৮ খ. ১৯৪৯

গ. ১৯৫০ ঘ. ১৯৫২

২৮. ফেব্রুয়ারি মাসের কত তারিখ ভাষা আন্দোলনের মিছিলে পুলিশ গুলি চালায়?

ক. ১৯ খ. ২০

গ. ২১ ঘ. ২২

২৯. কেন্দ্রীয় শহিদ মিনার কোথায়?

ক. ময়মনসিংহে খ. সাভারে

গ. গোপালগঞ্জে ঘ. ঢাকায়

৩০. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’—এখানে কাদের কথা বলা হয়েছে?

ক. ভাষাশহিদদের খ. পাকিস্তানিদের

গ. ছাত্রদের ঘ. বিদেশিদের

সঠিক উত্তর

লখার একুশে: ২১.ঘ ২২.ঘ ২৩.খ ২৪.গ ২৫.ঘ ২৬.ক ২৭.ঘ ২৮.গ ২৯.ঘ ৩০.ক

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)