পাখি
৩২. উত্তরের ঠান্ডা দেশ থেকে আসা পাখিগুলো বাঁধের কাছে কত দিন বিশ্রাম নিত?
ক. ১০-১১ দিন খ. ৭-৮ দিন
গ. ১ দিন ঘ. ২-৩ দিন
৩৩. কুমু পাখিটার দিকে বিস্কুট ছুড়ে মারলে পাখিটা কী করে।
ক. পাথর হয়ে জমে যায়
খ. ওড়ার চেষ্টা করে
গ. বিস্কুট খেতে শুরু করে
ঘ. ভয়ে কাঁপতে থাকে
৩৪. আন্দামান দ্বীপ কোথায় অবস্থিত?
ক. উত্তর মহাসাগর খ. প্রশান্ত মহাসাগর
গ. ভারত মহাসাগর ঘ. আরব সাগর
৩৫. কিসের আঘাতে একটি বুনো হাঁস আহত হয়েছে?
ক. লাঠির আঘাতে
খ. ঢিলের আঘাতে
গ. গুলির আঘাতে
ঘ. তিরের আঘাতে
৩৬. কী দেখে কুমু নিজেও সুস্থ হওয়ার প্রেরণা পায়?
ক. প্রতিবেশীর স্কুলে যাওয়া
খ. পাখির উড়ে যাওয়া
গ. লাটুর চঞ্চলতা
ঘ. পাখির সেরে ওঠা
৩৭. কুমুর অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় পড়ে কারা?
ক. কবিরাজ খ. শিক্ষক
গ. সহপাঠী ঘ. পরিবার
৩৮. আহত বুনো হাঁসটির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় কে?
ক. কুমুর সহপাঠী খ. দিম্মার ভাই
গ. কুমু ঘ. দিম্মা
৩৯. কুমুর চোখ ঝাপসা হয়ে আসে কেন?
ক. দিম্মার বাড়ি যেতে হচ্ছে ভেবে
খ. পাখির কষ্ট দেখে
গ. সহপাঠীরা ওপরের ক্লাসে উঠে যাবে ভেবে
ঘ. পা খাটো হয়ে গেছে ভেবে
৪০. এয়ারগান না থাকায় লাটুর আফসোস হয় কেন?
ক. শিকারিদের সঙ্গে যোগ দিতে পারবে না বলে
খ. খেলতে যেতে পারে না বলে
গ. বাহাদুরি দেখাতে পারে না বলে
ঘ. পাখি শিকার করতে পারবে না বলে
৪১. বুনো হাঁসগুলো ঝাঁকে ঝাঁকে উড়ে এসেছিল কেন?
ক. শিকারির অত্যাচারে
খ. খাদ্যের সন্ধানে
গ. ঠান্ডার হাত থেকে বাঁচতে
ঘ. শিকারির হাত থেকে বাঁচতে
সঠিক উত্তর
পাখি: ৩২.ঘ ৩৩.ক ৩৪.গ ৩৫.গ ৩৬.ঘ ৩৭.ঘ ৩৮.গ ৩৯.গ ৪০.ঘ ৪১.গ
খন্দকার আতিক, শিক্ষক, উইলস লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
গতকালের প্রকাশিত এই অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন