এইচএসসির ফরম পূরণ শুরু ৯ জুলাই
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীন এ বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ৯ জুলাই থেকে। চলবে ১৬ জুলাই পর্যন্ত। অবশ্য বিলম্ব ফি দিয়ে ১৮ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত ফরম পূরণ করা যাবে। অনলাইনে হবে এই কাজ।
আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষাবোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ওয়েবসাইটে দেওয়া এই বিজ্ঞপ্তিতে ফরম পূরণের নিয়মকানুন বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষা।
এইচএসসির ফরম পূরণের মোট ফি নির্ধারণ করে দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এর মধ্যে বিজ্ঞান শাখার জন্য ২ হাজার ৬৮০ টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২ হাজার ১২০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। অবশ্য মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো পরীক্ষার্থীর চতুর্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে আরও ১৪০ টাকা যুক্ত হবে। এ ছাড়া মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো শিক্ষার্থীর নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক থাকলে বিষয়প্রতি আরও ১৪০ টাকা যুক্ত হবে।